কালিগঞ্জ (সাতক্ষীরা) সংবাদদাতা
সাতক্ষীরার কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের মেম্বর আফছার উদ্দীনের বিরুদ্ধে সরকারি গাছ বিক্রি করে আত্মসাতের অভিযোগ উঠেছে। একের পর এক টাকা আত্মসাতের ঘটনায় ওই মেম্বরের বিষয়ে এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক ব্যক্তি জানান, উপজেলার পারুলগাছা শীতল মোড়লের হাটে সরকারি উদ্যোগের প্রায় ২ বছর আগে দু’টি টিনশেড চাঁদনী তৈরী করা হয়। এসময় ওই হাটে অবস্থিত একটি বটগাছ নিজ উদ্যোগে বিক্রি করেন স্থানীয় ইউপি সদস্য আফছার উদ্দীন। তখন জনসম্মুখে বটগাছ বিক্রির ৬ হাজার টাকা পার্শ্ববর্তী পারুলগাছা মোজাদ্দেদিয়া হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানায় প্রদান করা হবে বলে ঘোষণা দেন। কিন্তু দীর্ঘ দুই বছরেও গাছ বিক্রির টাকা সরকারি ফান্ডে কিংবা ইয়াতিমখানায় না দিয়ে আত্মসাত করেছেন বলে অভিযোগ করেন সচেতন মহল।
এ ব্যাপারে ইউপি সদস্য আফছার উদ্দীনের নিকট মুঠোফোনে জানতে চাইলে তিনি পারুলগাছা শীতল মোড়লের হাটের একটি বটগাছ বিক্রির বিষয়টি স্বীকার করেন। তবে গাছ বিক্রির টাকা নিজের কাছে রেখেছেন নাকি কোথাও দিয়েছেন সেটা ঠিক স্মরণ করতে পারছেন না বলে জানান।