নিজস্ব প্রতিবেদক, ঝিকরগাছা
যশোরের ঝিকরগাছা উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের একাধিক প্রার্থী থাকলেও বিএনপি ২/৩ জনের নাম শোনা যাচ্ছে। পাশাপাশি বাংলাদেশ জামায়াত ইসলামীও তাদের প্রার্থী ঘোষণা করেছেন।
উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে যারা মাঠে নেমেছেন তারা হলেন, আওয়ামী লীগের বর্তমান উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, এছাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা এবং লুবনা তাক্ষী।
অন্যদিকে বিএনপি উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করতে না চাইলেও তিন জন প্রার্থীর নাম শোনা যাচ্ছে।
এরা হলেন, ঝিকরগাছা উপজেলা বিএনপির আহবায়ক মোর্তজা এলাহী টিপু, যুগ্ম আহবায়ক ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খোরশেদ আলম এবং যুগ্ম আহবায়ক ইমরান হাসান সামাদ নিপুন।
এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলাম ঝিকরগাছা উপজেলা শাখা তিনজন প্রার্থীর নাম ঘোষণা করেছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী জেলা কর্ম পরিষদ সদস্য এবং সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা জামায়াতের আমির অধ্যাপক হারুন অর রশিদ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা জামায়াতের সেক্রেটারি তসলিমা খাতুন।
বিএনপি এবং জামায়াত ইসলাম নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা এ ব্যাপারে চূড়ান্ত কিছু জানা যায়নি।