বাংলার ভোর প্রতিবেদক
যশোর জেলা তথ্য অফিসের উদ্যেগে রূপদিয়ায় ৭১’র গণহত্যা ও মহান স্বাধীনতা দিবসের আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (রোববার) সকালে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) আওতায় জেলা তথ্য অফিসের উদ্যেগে সদর উপজেলার রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমি মিলনায়তনে এই স্মৃতিচারণমূলক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শুরুর আগে ১৯৭১ এর গণহত্যার উপর ডকুমেন্টারি চলচ্চিত্র প্রদর্শন এবং শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়।
আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন যশোর জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন। প্রধান অতিথি তার বক্তব্যে ৩০ লাখ শহিদ ও ২ লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অনেক কষ্টে অর্জিত স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হতে উপস্থিত শিক্ষার্থীদের তিনি উৎসাহিত করেন।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড যশোর সদরের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল। তিনি তার বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান, মুক্তিযুদ্ধের বিভিন্ন ঘটনাপ্রবাহ এবং তাঁর ব্যক্তিগত জীবনে ঘটে যাওয়া মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতি শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেন। তিনি দেশপ্রেম ও মহান স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে শিক্ষার্থীদের জীবন গড়তে বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমির প্রধান শিক্ষক বিএম জহুরুল পারভেজ এবং স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা সহকারী তথ্য অফিসার এলিন সাঈদ-উর রহমান। আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমির সভাপতি অ্যাড. সোহরাব হোসেন, সহকারী তথ্য অফিসার রমজান আলী। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রায় ৪০০ শত শিক্ষার্থী উপস্থিত ছিলেন।