বাংলার ভোর প্রতিবেদক
বাড়ি নির্মাণে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে যশোর আদালতে মামলা হয়েছে। শহরের শংকরপুর এলাকার চিহ্নিত সন্ত্রাসী তুহিন-সুহিন এবং হবি চৌধুরীসহ ৫জনকে এই মামলার আসামি করা হয়েছে। আজ (রোববার) শংকরপুর কালীতলার কাজী দুলালের স্ত্রী আসপিয়া আক্তার এই মামলাটি করেছেন।
বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ মামলাটি তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশকে আদেশ দিয়েছেন।
আসামিরা হলো, শংকরপুর এলাকার কাঠমিস্ত্রি আব্দুল জলিলের দুই ছেলে ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসী তুহিন ও সুহিন, মৃত কিনাই চৌধুরীর ছেলে হবি চৌধুরী, মৃত হাজের আলীর ছেলে আইয়ুব আলী এবং একই এলাকার ইউনুস আলী।
বাদী মামলায় উল্লেখ করেছেন, পৈত্রিক সম্পত্তিতে তিনি বাড়ি নির্মাণ কাজ করে আসছেন। গত ৫ মার্চ আসামি তুহিন ও সুহিনসহ সকলেই আগ্নেয়াস্ত্র নিয়ে বাদীর বাড়িতে এসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। রাজি না হলে খুন জখমের ভয়ভীতি প্রদর্শন করে। এরপরে নির্মাণাধীন দেয়াল ভেঙ্গে এক লাখ টাকার ক্ষতি করে। একই সাথে চাঁদা স্বরূপ দুই লাখ টাকার লোহার রড ও একটি পানির মটর নিয়ে যায়। পরে বাদী জাতীয় সেবা ৯৯৯ নম্বরে কল করেন। এরপরে তারা জীবননাশের হুমকি দিয়ে চলে যায়।