বাংলার ভোর প্রতিবেদক
যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়ার ৩২ মামলার আসামি রমজান শেখ হত্যা মামলায় ৫ আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
এছাড়া অস্ত্র মামলায় চিহ্নিত সন্ত্রাসী রেলগেট কলাবাগান পাড়ার পিচ্চি রাজাকে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। রোববার আসামিদের রিমান্ড আবেদনের শুননি শেষে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ এ আদেশ দিয়েছেন।
হত্যা মামলার আসামিরা হলো, শহরের রেলগেট কলাবাগান পাড়ার তুহিন মোল্যা, রেলগেট পশ্চিম পাড়ার ইয়াসিন, চাচড়া ইসমাইল কলোনীর শাওন মৃধা, বেজপাড়ার টিবি ক্লিনিক পাড়ার সুমন শেখ ওরফে ট্যাটু সুমন ও পুলেরহাট মন্ডলগাতির ইবাদুল।
মামলার অভিযোগে জানা গেছে, গত ৮ মার্চ রাতে রেলগেট পশ্চিমপাড়ার ৩২ মামলার আসামি রমজান কলাবাগান এলাকায় শ^শুর বাড়ির সামনে পৌছালে মোটরসাইকেলের গতিরোধ করে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় নিহত রমজানের মা রেখা খাতুন পরদিন ১৩ জনের বিরুদ্ধে কোতয়ালি থানায় হত্যা মামলা করেন। এ হত্যার ঘটনায় জড়িত ওই ৫ জনকে পুলিশ আটক ও আদালতে আলাদা আবেদনের মাধ্যমে ৫ দিন করে রিমান্ড চান তদন্তকারী কর্মকর্তা।
আদালত তাদের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া গত ১১ মার্চ রমজান হত্যা মামলার প্রধান আসামি পিচ্চি রাজা র্যাবের হাতে অস্ত্রসহ আটক হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কামাল হোসেন আসামি পিচ্চি রাজার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। রোববার আসামির রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।