কেশবপুর প্রতিনিধি
কেশবপুর নিউজ ক্লাবে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী রাবেয়া ইকবালের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (সোমবার) বেলা ১২ টায় ক্লাব হল রুমে মতবিনিময় সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রাবেয়া ইকবাল তার বক্তব্যে বলেন আমি নির্বাচিত হলে কেশবপুরের সর্বস্তরের জনগণকে মাঝে থেকে সকলের সহযোগিতা নিয়ে কাজ করবো। কেশবপুরে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজির বিরুদ্ধে আমি কাজ করবো।
এ সময় অন্যান্যের মধ্যে কেশবপুর নিউজ ক্লাবের সভাপতি মো. আশরাফুজ্জামান, সাধারণ সম্পাদক হারুনার রশীদ (বুলবুল), সহ-সভাপতি খায়রুল আনাম, সহ-সাধারণ সম্পাদক প্রদীপ কুমার মোদক (মানিক), সহ-সাধারণ সম্পাদক সেলিম রেজা, সহ-সাংগঠনিক সম্পাদক শাহজাহান কবীর, আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক আবু সালেহ মাসউদ হাসান, প্রচার সম্পাদক আজিজুর রহমান, সহ-প্রচার সম্পাদক আব্দুর রহমান রকি, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অনিমেষ সাহা, ক্রীড়া সম্পাদক আব্দুল হালিম, সদস্য আব্দুল মোমিন, সহ-সভাপতি মহিলা আওয়ামী লীগ বীথিকা বসু, পৌর মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি হীরা বেগম প্রমুখ বক্তব্য রাখেন।