বেনাপোল সংবাদদাতা
যশোরের শার্শায় নেশার টাকা না দেয়ায় মাদকাসক্ত ছেলের ইটের আঘাতে বাবা মহি উদ্দিন (৬২) নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ছেলে জনি হোসেনকে (৩০) আটক করেছে পুলিশ। রোববার রাতে শার্শা উপজেলার কাজিরবেড় গ্রামে এ ঘটনা ঘটে। মহি উদ্দিন শার্শা উপজেলার কাজিরবেড় গ্রামের মৃত দুর্লভ সরদারের ছেলে।
মহি উদ্দিনের ছেলে জাহিদ হাসান বলেন, গত ১৭ মার্চ রোববার বাবার কাছে ছোট ভাই জনি নেশা করার জন্য টাকা চায়, বাবা সে টাকা না দিলে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে জনি ইট দিয়ে বাবার মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এক সপ্তাহ হাসপাতালে থাকার পর কাল বাড়িতে নিয়ে আসলে তিনি মারা যান।
এ ব্যাপারে শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মিলন কুমার মন্ডল বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছি এবং মাদকাসক্ত ছেলে জনিকে আটক করা হয়েছে।