বাংলার ভোর প্রতিবেদক
মোমবাতি প্রজ্জ্বালন এবং আলোনা সভার মধ্য দিয়ে ২৫ মার্চের ভয়াল রাতকে স্মরণ করেছে যশোরবাসী। দিবসটি পালন উপলক্ষে আজ (সোমবার) রাত ৭ টায় চাঁচড়া বধ্যভূমিতে জেলা প্রশাসন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে মোমবাতি প্রজ্জ্বালন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার, স্থানীয় সরকার উপ-পরিচালক রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শাহীন, যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খালেদা খাতুন রেখা, যশোর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুযহারুল ইসলাম মন্টু, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি হারুণ অর রশীদ, সাধারণ সম্পাদক সাজেদ রহমান, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি দীপংকার দাস রতন, সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু, দৈনিক বাংলার ভোর সম্পাদক সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন জ্যোতি প্রমুখ।
টাউন হল ময়দানের আয়োজনে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ।
এছাড়াও অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক কল্যাণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি দীপংকার দাস রতন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাঙ্গালি জাতিকে নিশ্চিহ্ন করার জন্য ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানের সামরিক বাহিনী সশস্ত্র অভিযান চালিয়ে ব্যাপক গণহত্যা চালিয়েছিল। এই ভয়াল গণহত্যার দিনটি বাঙ্গালি জাতির এক কালো অধ্যায়।
এছাড়া দিবসটি পালনে জেলা স্বেচ্ছাসেবক লীগ ও জেলা ছাত্রলীগ শহরের বকুলতলায় বঙ্গবন্ধু ম্যুরালে মোমবাতি প্রজ্বালন করে। স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক এসএম নিয়ামত উল্লাহসহ অন্যান্যরা। এবং জেলা ছাত্রলীগ জেলা সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস ও সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লবের নেতৃত্বে অন্যান্য নেতৃবৃন্দ আলোকশিখা প্রজ্জ্বালন করেন।