বাংলার ভোর প্রতিবেদক
ফেনসিডিল রাখার অপরাধে দোষী সাব্যস্ত করে আলমগীর হোসেন মহির নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন যশোরের একটি আদালত। আজ (রোববার) যশোরের অতিরিক্ত দায়রা জজ (ষষ্ঠ) আদালতের বিচারক শিমুল কুমার বিশ্বাস এই আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত আলমগীর হোসেন মহির যশোরের শার্শা উপজেলার টেংরালী গ্রামের বাসিনদা।
আদালতের এপিপি শ্যামল কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে বলা হয়েছে গত, ২০১৯ সালের ১৪ অক্টোবর যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী কাশিপুর থেকে বিজিবি সদস্যরা আলমগীর হোসেন মহিরকে সন্দেহজনকভাবে চলাফেরা করার সময় আটক করে। সে সময় তার হাতে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ থেকে ৯৮ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ ঘটনায় বিজিবির ডিএডি শহিদুল ইসলাম বাদী হয়ে শার্শা থানায় মহিরকে আসামি করে মামলা দায়ের করেন।
তদন্ত শেষে এসআই খান মাসুদ রানা মহিরকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন।
দীর্ঘ শুনানি শেষে মহিরের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায় আরও তিন মাসের সশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন। আসামি আলমগীর হোসেন মহির জেলহাজতে রয়েছেন।