বেনাপোল সংবাদদাতা:
শার্শায় পৃথক অভিযানে ৩৮ কেজি গাঁজাসহ আয়নামতি (৪০) নামে এক নারী আটক হয়েছে। ৩১ মার্চ গভীর রাতে উপজেলার লক্ষনপুর ইউনিয়নের হরিণাপোতা গ্রামে এ অভিযান পরিচালনা করে তাকে আটক করে শার্শার গোড়পাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা লক্ষনপুর ইউনিয়নে দুটি অভিযান পরিচালনা করে আয়না মতি নামে একজনকে আটক করা হয়েছে। এ সময় তার বসত বাড়ির পশ্চিম পাশে গোয়াল ঘর থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
অপর অভিযানে একই গ্রামের পলাতক আসামি মুনসুর হোসেনের বাড়ির পিছনে টয়লেটের সেফটি ট্যাঙ্ক তল্লাশী করে ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মুনসুর হোসেন সহ তার সহযোগীরা পালিয়ে যায়।
শার্শা থানার অফিসার ইনচার্জ শেখ মো. মনিরুজ্জামান জানান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে লক্ষনপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ৩৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ ঘটনায় মাদক আইনে মামলা দিয়ে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
শিরোনাম:
- ১৬ই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস
- গৌরবের বিজয়ের দিন আজ
- বিএনপি সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণ করতে চায় : নার্গিস বেগম
- যশোর জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের বেসরকারি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
- বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাকে কোটি টাকার অবৈধ পণ্য
- ভারত থেকে এলো ৯০ টন পেঁয়াজ, কেজিতে দাম কমলো ১০ টাকা
- যশোরে স্বাস্থ্য স্যানিটেশন ও আবাসন প্রকল্পের নামে ৪ কোটি টাকা প্রতারণার অভিযোগ
- তালার মাগুরায় ৪ শহীদ মুক্তিযোদ্ধার মাজারে পুষ্পমাল্য অর্পণ
