বাংলার ভোর প্রতিবেদক
জেলা প্রশাসন যশোর ও সমাজসেবা কার্যারয়ের আয়োজনে গতকাল সরকারি শিশু পরিবারের ইফতার ও ঈদ পোশাক বিতরণ করা হয়।
যশোর সদর উপজেলার শংকরপুরে অবস্থিত সরকারি শিশু পরিবারের (বালিকা) আয়োজিত এ অনুষ্ঠানে ছোট্ট সোনামণিদের সাথে ইফতার করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার।এ সময় জেলা প্রশাসক শিশু পরিবারের ৫৪ জন নিবাসীর মাঝে ঈদ পোশাক বিতরণ করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপ-পরিচালক (স্থানীয় সরকার) রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খালেদা খাতুন রেখা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন সরকার।