বাংলার ভোর প্রতিবেদক
যশোর সদর উপজেলার নালিয়া গ্রামের জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় পিতা ও দুই ছেলে জখমের ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। একই গ্রামের হারুনের ছেলে শাহাদৎ হোসেন বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে এই মামলাটি করেছেন।
আসামিরা হলেন, নালিয়া গ্রামের পূর্বপাড়ার সোহরাব হোসেন (৫৮) ও তার দুই ছেলে রাজু হোসেন (৩৮), জুবায়ের হোসেন বিটু (৩০), দুলালের ছেলে টুটুল হোসেন (৩৭) ও রাসেল (৩০)।
বাদী শাহাদৎ হোসেন মামলার এজহারে বলেছেন, আসামিদের সাথে তাদের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তাদের কেনা ৯ শতক জমি আসামিরা জোর করে দখলে নিয়ে নিতে চায়। সে কারণে তাদের সাথে বিরোধ। গত ২৯ মার্চ সকাল ৯টার দিকে আসামিরা তাদের জমিতে আধাপাকা ঘর নির্মাণ করতে থাকে। সে সময় বাধা দিলে আসামিরা ক্ষিপ্ত হয়। তাকে লাঠি দিয়ে মারপিট করে। তার পিতা হারুন বাধা দিলে তাকেও মারপিট করে। এ সময় তার ভাই মঈন হোসেন এগিয়ে আসলে আসামিরা তাকেও মারপিট করে। পরে চিৎকার চেঁচামেচি শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে আসামিরা হত্যার হুমকি দিয়ে চলে যায়। পরে তারা তিনজনই হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। এরপর থানায় মামলা করেন।