বাংলার ভোর প্রতিবেদক
এলজিইডি মন্ত্রণালয়ের কমিউনিটি অর্গানাইজ পদে চাকরি দেয়ার কথা বলে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা সজীব হোসেন @ কাজী মাহমুদ হাসানকে (২৫) গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত সজীব মণিরামপুর উপজেলার পলাশী গ্রামের বাসিন্দা।
পিবিআইয়ের এসআই মনিরুল ইসলাম জানান, হাসিনা বেগম ও সজীব হোসেন পাশাপাশি গ্রামে বসবাস করে। সজীব নিজেকে এলজিইডি মন্ত্রণালয়ের সচিবের ঘনিষ্ঠজন এবং নিজে শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষা অধিদপ্তর, ঢাকায় অফিস সহকারী পদে কর্মরত বলে পরিচয় দিয়ে থাকে। এমতাবস্থায় হাসিনা বেগমের ছেলেকে এলজিইডি মন্ত্রণালয়ের কমিউনিটি অর্গানাইজার পদে চাকরির ব্যবস্থা করে দিতে পারবে বলে জানায়। চাকরির দেয়ার জন্য তাকে ১৫ লাখ টাকা দিতে হবে বলে জানায়। হাসিনা বেগম তার প্রস্তাবে রাজি হয়ে ২৩ সালের ১ ফেব্রুয়ারি বিভিন্ন সময় ৭ লাখ টাকা প্রদান করে। কিন্তু আসামি সজীব হোসেন @ কাজী মাহমুদ হাসান (২৫) নিয়ে চাকরি না দিয়ে প্রতারণামূলকভাবে টাকা আত্মসাৎ করে বলে ঘটনার সত্যতা পাওয়া যায়।
এ ঘটনায় হাসিনা বেগম মণিরামপুর থানায় মামলা করে। পিবিআই মামলাটি নিজ উদ্যোগে গ্রহণ করে আসামি সজীবকে গ্রেফতার করে।