অভয়নগর সংবাদদাতা
যশোরের অভয়নগরে কৃষকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর কৃষকলীগের আয়োজনে শুক্রবার বিকেলে আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা হয়। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নওয়াপাড়া বাজার প্রদক্ষিণ করে।
উপজেলা কৃষকলীগের সভাপতি মুন্সি আব্দুল মাজেদের সভাপতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল। প্রধান বক্তা ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান।
বিশেষ অতিথি ছিলেন, নওয়াপাড়া বাজার কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ফরাজী মনির হাসান তাপস, নওয়াপাড়া পৌর কৃষকলীগের সভাপতি মিজানুর রহমান আকঞ্জি। সঞ্চালনা করেন নওয়াপাড়া পৌর কৃষকলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার সরদার বাবু।