বাংলার ভোর প্রতিবেদক
যশোরের চিহ্নিত সন্ত্রাসী ও ৩৫ মামলার আসামি জাফরকে হেরোইনসহ আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। রোববার মধ্যরাতে শংকরপুর আশ্রম রোড এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার সাথে থাকা দুই সহযোগি পালিয়ে যায়। এ ঘটনায় তিনজনকে আসামি করে কোতোয়ালি থানার এসআই অমিত কুমার দাস বাদী হয়ে মামলা করেছেন। জাফর শংকরপুর আশ্রম রোড এলাকার বাসিন্দা। অপর পলাতক আসামিরা হলেন, শংকরপুর মহিলা মাদ্রাসা এলাকার আসিফ ও হাজারীগেটের তানভীর।
পুলিশ জানায়, তাদের কাছে খবর আসে রোববার রাতে ওই এলাকায় একদল যুবক হেরোইন নিয়ে অবস্থান করছেন। তাৎক্ষণিক পুলিশের একটি টিম ওই এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা গেলেও পুলিশের হাতে আটক হয় চিহ্নিত সন্ত্রাসী জাফর। পরবর্তিতে তার দেহ তল্লাসি করে প্যান্টের পকেট থেকে পলেথিনে মুড়ানো অবস্থায় ১৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার দাম দেড় লাখ টাকা। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই রঞ্জন কুমার মালো বলেন, সোমবার জাফরকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। অন্যদিকে, পলাতক আসামিদের ধরতে পুলিশ অভিযানে নেমেছে।