মণিরামপুর সংবাদদাতা
আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন যশোরের মণিরামপুর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান নাজমা খানম। সোমবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন তিনি তার প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন। সহকারী রিটার্নিং কর্মকর্তা কল্লোল বিশ্বাস এই তথ্য নিশ্চিত করেছেন।
মনোনয়ন প্রত্যাহারের বিষয়ে জানতে উপজেলা চেয়ারম্যান নাজমা খানমকে একাধিকবার মোবাইলে ফোন করা হলেও তিনি তা রিসিভ করেননি। তবে এ বিষয়ে নাজমা খানমের ছেলে আসিফ খান অভি বলেন, নির্বাচন করার মত টাকা আমাদের হাতে নেই। এ জন্য মা মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। তবে তিনি কাউকে সমর্থন দিচ্ছেন না।
নাজমা খানম মণিরামপুরে উপজেলা পরিষদে দুই বার মহিলা ভাইস চেয়ারম্যান এবং চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।
এদিকে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে মনিরামপুরে ভাইস চেয়ারম্যান পদে উপজেলা জামায়াতের আমীর মাওলানা লেয়াকত আলী ও ফরহাদ হোসেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে জামায়াত সমর্থিত প্রার্থী গুলবদন প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন।
অপরদিকে ঋণ খেলাপির দায়ে প্রার্থীতা বাতিলের পর জেলা প্রশাসকের দপ্তরে আপিল করে প্রার্থীতা ফিরে পেয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু। ফলে প্রথম ধাপে মণিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে চূড়ান্তভাবে চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পদে চার জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছয় জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আজ মঙ্গলবার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে।