বাংলার ভোর প্রতিবেদক
যশোরের চৌগাছা উপজেলা পরিষদ নির্বাচনে ১০ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। চেয়ারম্যান প্রার্থী তিনজনের মধ্যে আপন চাচা-ভাতিজা রয়েছেন। মঙ্গলবার দুপুরে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে শার্শা-ঝিকরগাছা ও চৌগাছা উপজেলা নির্বাচন-২০২৪ এর রিটার্নিং কর্মকর্তা ও যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শাহীন তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা দেন।
চেয়ারম্যান প্রার্থীরা হলেন, বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এসএম হাবিবুর রহমান এবং তার আপন ভাতিজা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এসএম সাইফুর রহমান বাবুল।
আগামী ২১ মে ২য় ধাপে যশোরের চৌগাছা, শার্শা ও ঝিকরগাছা উপজেলা পরিষদের ভোটগ্রহণ ইভিএম এর মাধ্যমে অনুষ্ঠিত হবে। ২১ এপ্রিল এসএম হাবিবুর রহমান ও তার ভাতিজা এসএম সাইফুর রহমান বাবুল রিটার্নিং কর্মকর্তার কাছে অনলাইনে মনোনয়নপত্র জমা দেন।
এদিন, তিন চেয়ারম্যান প্রার্থী ছাড়াও ভাইস চেয়ারম্যান পদে বর্র্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক দেবাশীষ মিশ্র জয়, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক এবং চৌগাছা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শামীম রেজার মনোনয়নপত্র বৈধ ঘোষণা হয়। অপর প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য পৌর কাউন্সিলর সিদ্দিকুর রহমান পৌর কাউন্সিলর পদে পদত্যাগ না করে মনোনয়নপত্র জমা দেয়ায় তার মনোনয়ন বাতিল হয়।
এছাড়া নারী ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক নাজনীন নাহার পপি, সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুব মহিলা লীগের সভাপতি আকলিমা খাতুন লাকি, উপজেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক নাসিমা খাতুন, উপজেলা যুব মহিলালীগের সহ-সভাপতি রিপা খাতুন এবং উপজেলা মহিলা লীগের যুগ্ম সম্পাদক কামরুন্নাহার শাহিনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।