কেশবপুর (পৌর) প্রতিনিধি
যশোরের কেশবপুরে ৫৬১তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চলের পরিচালনায় ও উপজেলা স্কাউটসের উদ্যোগে পৌর শহরের প্রাথমিক শিক্ষক সমিতির মিলনায়তনে এ কোর্সের আয়োজন করা হয়।
উপজেলা স্কাউটসের সাধারণ স¤পাদক দীন ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কোর্সের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন হোসেন। অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিল্লুর রশীদ, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান, বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চলের সহকারি পরিচালক দয়াময় হালদার, কোর্স স্টাফ গৌতম হালদার, উপজেলা স্কাউটসের কমিশনার নূরুল ইসলাম খান, সহসভাপতি শাহিনুর রহমান প্রমুখ। কোর্স পরিচালক হিসেবে দায়িত্বে ছিলেন যশোর জেলা স্কাউটসের সাধারণ স¤পাদক শীতল মিত্র। কোর্সে ৫০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।