বাংলার ভোর প্রতিবেদক
যশোরে তীব্র তাপদাহে পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ যশোর জেলার আয়োজনে বৃহস্পতিবার দুপুরে শহরের চৌরাস্তা মোড়ে সাধারণ মানুষের মাঝে বোতলজাত পানি ও স্যালাইন বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন যশোরের সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ^াস, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন দাস, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ যশোর জেলা শাখার সভাপতি দীপংকর দাস রতন, সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ প্রমুখ।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জেলার সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ জানান, তীব্র তাপদাহে জীবিকা নির্বাহে শহরের খেটে খাওয়া মানুষ পরিশ্রান্ত। রাস্তার পাশে যে পানি তারা খাচ্ছে তা স্বাস্থসম্মত নয়। এ কারণে তাদের মাঝে বোতলজাত পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হচ্ছে। তিনি আরো জানান, শহরের ৫ হাজার মানুষের মাঝে পানি ও স্যালাইন বিতরণ করা হয়। এই পানি ও স্যালাইন পেয়ে খুশি সাধারণ মানুষ।