মাগুরা প্রতিনিধি
মাগুরার শালিখায় উপজেলা পর্যায়ে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা বৃহস্পতিবার সকাল ১০টায় শালিখা উপজেলা মডেল রিসোর্স সেন্টারে অনুষ্ঠিত হয়।
ইসলামিক ফাউন্ডেশন শালিখা উপজেলা শাখার আয়োজন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইফা ফিল্ড সুপারভাইজার বোরহান উদ্দিন।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালিখা থানা ইনচার্জ নাসির উদ্দীন, শালিখা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. শ্যামল কুমার দে, সাধারণ সম্পাদক ইলিয়াসুর রহমান শিকদার, ইফা মডেল কেয়ারটেকার রোকন আলী, সাধারণ কেয়ারটেকার আকরাম হোসেন, প্রেসক্লাব শালিখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ নওয়াব আলী প্রমুখ।
অনুষ্ঠানে শালিখা উপজেলার বিভিন্ন মসজিদের ঈমাম, ইফা শিক্ষক (নারী-পুরুষ)সহ মোট ১১৭ অংশ নেই।