মনিরামপুর সংবাদদাতা:
যশোরের মণিরামপুরে সাধারণ মানুষ, পথচারী, ভ্যানচালকসহ বিভিন্ন পেশার মানুষের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌর শহরের কেন্দ্রীয় মসজিদ এলাকাসহ বিভিন্ন পয়েন্টে এ বিতরণ কার্যাক্রম চালানো হয়।
মাকসিদুল আলম রোহান ও তাহমিদুজ্জামান নামে দুই শিক্ষার্থী এ উদ্যোগে গ্রহণ করে। তারা যশোর-চুকনগর আঞ্চলিক সড়কে মণিরামপুর পৌর এলাকায় চলাচলরত বিভিন্ন পেশার কমপক্ষে ২০০ মানুষের মাঝে বিনামূল্যে আধা লিটার সুপেয় পানি ও খাবার স্যালাইন বিতরণ করেন।
অনার্স পড়ুয়া শিক্ষার্থী তাহমিদুজ্জামান ও মাকসিদুল আলম রোহান বলেন, টানা তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। এরই মধ্যে সামর্থ অনুযায়ী গরমে তৃষ্ণার্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি মাত্র। চিকিৎসকরা এই গরমে বেশি বেশি পানি পান করতে বলছেন। পথে চলাচলের সময় পানির সংকট চোখে পড়ে। তাই আমরা ব্যক্তিভাগে এ উদ্যোগ নিয়েছি।
পানি ও খাবার স্যালাইন পেয়ে শ্রমজীবী ও ভ্যানচালকরা বলেন, এই প্রচণ্ড গরমে আমাদের কথা চিন্তা করে যে উপহার দিয়েছে তা পেয়ে আমরা খুশি।