Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর সদরে পল্লীবন্ধুর লাঙ্গল নিয়ে মাঠে খবির গাজী
  • দেবহাটার সখিপুরে ধানের শীষের নির্বাচনী সভা
  • দেবহাটায় সাংবাদিকদের সাথে সাতক্ষীরা-২ আসনের এমপি প্রার্থীর মতবিনিময়
  • নির্বাচনী লিফলেট নিতে গিয়ে প্রাণ গেল শিশুর
  • যশোর সদরের দেয়াড়া ইউনিয়নে অনিন্দ্য ইসলাম অমিতের প্রচারণা
  • যশোর অনূর্ধ্ব-১৪ জেলা ক্রিকেট দলকে ‘কুলিন’-এর ট্রাকসুট প্রদান
  • রাজারহাটে ট্রাকচাপায় প্রাণ কোম্পানির কর্মী নিহত
  • ভোটে উৎসবমুখর দিন হবে ইনশাআল্লাহ : সাতক্ষীরা রিটার্নিং কর্মকর্তা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জানুয়ারি ৩১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

নিরুত্তাপ ভোটেও আগ্রহ নেই

সরেজমিন: মণিরামপুর-কেশবপুর উপজেলা নির্বাচন
banglarbhoreBy banglarbhoreমে ৮, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

হাসান আদিত্য:
যশোরের কেশবপুর পৌর শহরের পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়। বুধবার বেলা সাড়ে ১০টার দিকে ভোট কেন্দ্রটির কোন ভোটার লাইনেই ভোটারদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়নি। সকাল ৮টা থেকে বেলা সাড়ে ১০টা পর্যন্ত পাঁচটি কক্ষে ৭১টি জন ভোটার ভোট দিয়েছিলেন। মাঝে মধ্যে দু’একজন আসলেও তারা ভোট দিয়ে চলে যাচ্ছেন। এই কেন্দ্রটির দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার শেখ আব্দুর রব জানিয়েছিলেন, ‘ভোটের প্রতি মানুষের আগ্রহ কম। আবার ভোটাররা ধান নিয়ে ব্যস্ত থাকাতে ভোটার উপস্থিতি কম। ভোটারের সারি না থাকায় কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্যরা অলস সময় কাটাচ্ছেন।


মণিরামপুরের গালদা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের ভোটার সংখ্যা ২ হাজার ৮৮৬ জন। বুধবার সকাল ৮টা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ শুরু হয় এই কেন্দ্রে। প্রতি বুথে গড় ভোটার ৪১২ জন। দুপুর ১২টা ৪০ মিনিটে এ কেন্দ্রে গিয়ে ভোটারের কোনো লাইন চোখে পড়েনি। প্রিসাইডিং কর্মকর্তার দেওয়া তথ্যমতে, প্রথম দুই ঘণ্টায় কেন্দ্রের সাতটি বুথে ৫২টি ভোট পড়েছে। এর মধ্যে চারটি বুথে ভোট পড়েছে ৮টি। ৪ ও ৫ নম্বর বুথে ভোট পড়েছে ৩টি করে আর ৬ ও ৭ নম্বর বুথে ভোট পড়েছে ১টি করে। দুপুর ১২টা পর্যন্ত এই কেন্দ্রে সাতটি বুথে ভোট পড়ে ১৫৩টি। যা মোট ভোটারের ৫ দশমিক ৩ শতাংশ।

কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আফজাল-উর রহমান বলেছেন, ৪র্থ থেকে ৭ম বুথে মূলত নারীরা ভোট দিচ্ছেন। সকালে নারী ভোটারদের উপস্থিত একেবারেই কম ছিল। আস্তে আস্তে ভোটারের সংখ্যা বাড়বে।

একই অবস্থা উপজেলার অন্য ভোটকেন্দ্রগুলোতে। শুধু কেশবপুর ও মণিরামপুর উপজেলার এই কেন্দ্র দুটি নয়; দুই উপজেলার বেশির ভাগ কেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা গেছে। ভোট শুরুর প্রথম থেকেই উপজেলার কোন কেন্দ্রই ভোটারদের দীর্ঘ লাইন দেখা মেলেনি। বেলা ১২ পর্যন্ত গড়ে ১৫ শতাংশ ভোট পড়ে। বেড়া বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা বাড়লেও মোট ভোট পড়ার সংখ্যা হয়েছে ২৫ শতাংশ।

প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে যশোরের মনিরামপুর ও কেশবপুর উপজেলাতে বুধবার শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে। তবে ভোটার উপস্থিতি মোটেও সন্তোষজনক ছিল না। নির্বাচন সংশ্লিষ্টরা বলছেন, সকাল থেকে বিভিন্ন জায়গায় বৃষ্টি এবং বোরো ধান কাটার মৌসুম হওয়ার কারণে ভোটার উপস্থিতি কম হয়ে থাকতে পারে। এর আগে ইভিএম মেশিনে প্রথমবারের মতো দুই উপজেলা ভোট গ্রহণ হয় সকাল ৮টা থেকে বিকেল চারটা পর্যন্ত। এই নির্বাচনে দুই জেলাতে ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করে।

ভোট শুরু হওয়ার পর থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার টেংরামারী মাধ্যমিক বিদ্যালয়, মামুদকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, রোহিতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, রোহিতা মাধ্যমিক বিদ্যালয়, কোদলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাগডোব সরকারি প্রাথমিক বিদ্যালয়, গাঙ্গুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, খেদাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, খেদাপাড়া পল্লিমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়, গালদা খড়িঞ্চি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র ঘুরে কোথাও ভোটারের লাইন দেখা যায়নি।৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে মণিরামপুরে বুধবার সকাল থেকে ১৬৫টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ চলছে। ভোটার উপস্থিতি কম থাকলেও বিভিন্ন কেন্দ্র ঘুরে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এদিকে ইভিএম পদ্ধতিতে ভোট দিতে গিয়ে আঙুলের ছাপ না মেলায় অনেক কেন্দ্রে ভোট গ্রহণে বিলম্ব হতে দেখা গেছে। বেলা পৌনে ১১টায় উপজেলার রোহিতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা গেছে ১ নম্বর বুথের বাইরে কয়েকজন ভোটারের জটলা লেগে আছে। ভেতরে আবুল কালাম নামে এক ভোটারের আঙুলের ছাপ নেয়ার চেষ্টা করছেন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা রোকনুজ্জান। এই কর্মকর্তা বলেন, ইভিএম মেশিনে অনেকের আঙুলের ছাপ মিলছে না। আবুল কালাম নামে ভোটারের আঙুলের ছাপ নিচ্ছিল না। অনেক কষ্টে তিনি ভোট দিতে পেরেছেন।’

মণিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পুরুষ পদে ৪ জন ও ভাইস চেয়ারম্যান মহিলা পদে ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

কেশবপুরের পাঁজিয়া কেন্দ্রে সামনে দাঁড়িয়ে ছিলেন শংকর দে নামে এক ব্যবসায়ী। ভোটার উপস্থিতি সম্পর্কে তিনি বলেন, এই এলাকার নারীরা সকালে বাড়ির কাজ সেরে কেন্দ্রে আসেন। এখন তাদের উপস্থিতি কম হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়বে। পরে খোঁজ নিয়ে জানা যায় সারাদিনই ভোটার উপস্থিতি খরায় গেছে কেন্দ্রটিতে। এই কেন্দ্রর পোলিং অফিসার সবদুল ইসলাম বলেন, সকাল থেকেই কেন্দ্রে ভোটারের খরা। অলস বসে আছেন ভোট গ্রহণের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা।
কেশবপুর পাইলট বালিকা বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসা উপজেলার ভোগতী এলাকার শফিউদ্দিন মোড়ল (৭০) বলেন, ইভিএমে ভোট দেওয়ার সময় বুঝতে অসুবিধা হওয়ায় ওখানকার স্যাররা (দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা) বুঝিয়ে দেন। পরে কোন অসুবিধা হয়নি। কেশবপুর সাহাপাড়ার অলোক সাহা (৫৮) বলেন, ভোট দিতে কোন অসুবিধা হয়নি। ভালোভাবেই পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি।

ভোট দিতে আসা কেশবপুর পৌর মেয়র রফিকুল ইসলাম বলেন, নির্বাচনের ক্ষেত্রে ইভিএম হলো সময় উপযোগী পদ্ধতি। খুবই অল্প সময়ের ভেতর ভোট দেয়া যায়। এই ভোটে কোন এদিক-ওদিক করার সুযোগ নেই। এর আগে উপজেলার মধ্যকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেশবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করে ভোটার উপস্থিতি খুবই কম লক্ষ্য করা গেছে। উপজেলাতে চেয়ারম্যান পদে সাতজন, ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রতিদ্বন্দ্বীতা করেন।

ভোটকেন্দ্রে ঢুকতে মুঠোফোন জমা :
কেশবপুর ও মণিরামপুরে অধিকাংশ ভোটকেন্দ্রের প্রবেশমুখে মুঠোফোন জমা রেখে ভোট দিতে হয়েছে ভোটারদের। বেশির ভাগ কেন্দ্রের প্রধান ফটকে দাঁড়ানো আনসার ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভোটারদের মুঠোফোন জমা রাখছেন। জানতে চাইলে মণিরামপুর মহিলা ডিগ্রি কলেজে আনসার সদস্য তৌফিক বলেন, ‘নিরাপত্তার স্বার্থেই মুঠোফোন জমা নেয়া হচ্ছে। তবে ভোট দেয়ার পর ভোটাররা নিজ নিজ মুঠোফোন ফেরত নিচ্ছেন। আমরা নিজেরাই কাজটি করছি। কর্তৃপক্ষের নির্দেশে তাঁরা শুধু ভোটারদের ফোনগুলো রেখে যেতে বলছেন। নিজেরা ফোনের দায়িত্ব নিচ্ছেন না।


এ ব্যাপারে যশোর নির্বাচন অফিসার অতিরিক্ত নির্বাচন অফিসার আব্দুর রশিদ বলেন, ‘নির্বাচন প্রশিক্ষণে মুঠোফোন জমা নেয়ার কথা বলা হয়েছিল। তাই জমা রাখা হচ্ছে। তবে ফোনগুলো আনসারদের কাছে জমা রাখার কথা। এর ব্যতিক্রম হলে তিনি ব্যবস্থা নেবেন বলে জানান। কী কারণে জমা করা হচ্ছে, তা জানতে চাইলে তিনি বলেন, নিরাপত্তার কারণেই জমা রাখা হচ্ছে। কী ধরনের নিরাপত্তার কথা ভাবা হচ্ছে জানতে চাইলে বলেন, অনেকে ফোন দিয়ে ভোট দেয়ার ছবি তুলে বাইরে প্রচার করে থাকেন। এতে ভোটের গোপনীয়তা থাকে না।’

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোর সদরে পল্লীবন্ধুর লাঙ্গল নিয়ে মাঠে খবির গাজী

জানুয়ারি ৩১, ২০২৬

দেবহাটার সখিপুরে ধানের শীষের নির্বাচনী সভা

জানুয়ারি ৩১, ২০২৬

দেবহাটায় সাংবাদিকদের সাথে সাতক্ষীরা-২ আসনের এমপি প্রার্থীর মতবিনিময়

জানুয়ারি ৩১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.