বাংলার ভোর প্রতিবেদক
একের পর এক গ্রাহক হয়রানিসহ নানা কৌশলে অর্থ উপার্জনে ব্যস্ত ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। গ্রাহক হয়রানি ও নতুন কৌশলে বিদ্যুতের সেবা নিতে চড়া মূল্যে হিসাব নিকাশের একটি ছক আকানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। নতুন গ্রাহক সৃষ্টি হতে তাকে মোটা অংকের অর্থ গুণতে হবে এমন কৌশলে ওয়েস্ট জোন এখন শীর্ষে অবস্থান করছে বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ তোলা হয়েছে।
অভিযোগে জানা গেছে, যশোর অঞ্চলে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড গ্রাহকের উপর তাদের নতুন নতুন কৌশল খড়গ চাপিয়ে বীরদর্পে এগিয়ে যাওয়া তাদের এখন মূল টাার্গেটে পরিণত হয়েছে। চলতি মাসের ১০ তারিখ থেকে নতুন একটি সিস্টেম চালু করেছে যশোর ওযোপাডিকো কর্মকর্তারা।ততাদের তৈরি এই প্রিপেইড সিস্টিমে কোম্পানি লাভবান হলেও লোকসানে পড়বে নতুন গ্রাহকগণ। সূত্রগুলো বলছে, একজন নতুন গ্রাহককে সংযোগ নিতে হলে বিদ্যুৎ বিভাগে ৬ হাজার টাকা জমা এবং মিটার কিনে দিতে হবে।
এক্ষেত্রে পল্লী বিদ্যুতের আওতায় নতুন গ্রাহকের খরচ হয় ৪ হাজার টাকা। তবে ওয়েস্ট জোনে খরচ বিদ্যুতের তার বাদে ১২ হাজার টাকা। বিদ্যুৎ বিভাগে বর্তমানে দ্বৈতনীতি পরিলক্ষিত হওয়ায় নতুন গ্রাহকদের মধ্যে সৃষ্টি হয়েছে নানা প্রতিক্রিয়া। আর একজন গ্রাহকের পোস্ট পেইড মিটার নষ্ট হলে পরিবর্তনের জন্য গুণতে হবে অতিরিক্ত ৭ হাজার টাকা যা আগে ছিল ২ হাজার টাকা। ওয়েষ্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির যশোর অঞ্চলের দায়িত্বরত কর্মকর্তাদের খামখেয়ালীপনা নতুন গ্রাহক সৃষ্টিতে চরম প্রতিবন্ধকতা দেখা দিয়েছে।
এ ব্যাপারে যশোর অঞ্চলের ওয়েষ্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্মকর্তাদের নাম্বারে গ্রাহকের সাথে বৈষম্য আচরণসহ গ্রাহক হয়রানির ব্যাপারে জানতে চেয়ে ফোন করলে তারা ফোন রিসিভ না করায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।