বাংলার ভোর প্রতিবেদক
পদ্মাসেতু রেল প্রকল্পে যশোহর জংশনের উপর দিয়ে একাধিক ট্রেন ঢাকায় যাতায়াতের দাবিতে শনিবার বিকেল ৫টায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এড. আবুল হোসেন।
সভায় সর্বসম্মতভাবে বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়নে ফুটবলার ও হকি খেলোয়াড় কওসার আলীকে আহ্বায়ক, জিল্লুর রহমান ভিটু, ফারাজী সাইদ আহমেদ বুলবুল, এড. আমিনুর রহমান হিরুকে যুগ্ম আহবায়ক এবং ইঞ্জিনিয়ার রুহুল আমিনকে সদস্য সচিব ও হাবিবুর রহমান মিলনকে যুগ্ম সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট সংগ্রাম কমিটি গঠন করা হয়।
সভায় বেনাপোল থেকে দুটি, দর্শনা যশোর হয়ে দুটি ও খুলনা থেকে যমুনা সেতু হয়ে একটি ট্রেন চলাচলের ব্যবস্থার দাবি জানানো হয়। ট্রেনগুলিতে সবজি, ফুল ও মাছ বহনের জন্য ভেন্ডার ( মালবাহী বগী) ও প্রতিটি ট্রেনে সুলভ বগী সংযোগসহ দর্শনা থেকে খুলনা পর্যন্ত ডবল লাইনেরও দাবি কা হয়। এ দাবিতে আগামী ২ জুন বেলা ১১ টায় যশোর রেল স্টেশনে দাবি সমাবেশ ও রেল মন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করা হয়।
মতবিনিময় সভায় উপস্থিত থেকে কথা বলেন বিশিষ্ট রাজনীতিবিদ ইকবাল কবির জাহিদ, তসলিম উর রহমান, জিল্লুর রহমান ভিটু, এড. শহীদ আনোয়ার, ইলাহদাদ খান, শাহাজান আলী, অধ্যক্ষ শাহিন ইকবাল, আগা খান, তরিকুল ইসলাম তারু, হাবিবুর রহমান মিলন, বিথিকা বিশ্বাস, নাসির আহমেদ সেফাড, পলাশ বিশ্বাস, রুহুল আমিন, শেখ আলাউদ্দিন কাজল বিশ্বাস প্রমুখ।