শ্যামনগর সংবাদদাতা
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ বনবিভাগের সদস্যরা বুড়িগোয়ালিনী বাজার থেকে বাঘের নখসহ এক আসামিকে আটক করেছে ।
বৃহস্পতিবার বিকেলে বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা এবিএম হাবিবুল ইসলামের নেতৃত্বে উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের নীলডুমুর খেয়াঘাট থেকে শরীফ উদ্দিন(৪৫) ওরফে শরীফ ডাক্তারকে আটক করা হয়। আটক শরীফ উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের শ্রীফলকাটি গ্রামের বাসিন্দা।
উদ্ধার অভিযান সম্পর্কে হাবিবুল ইসলাম সাংবাদিকদের বলেন, শরীফের কাছে বাঘের দাঁত ও নখ আছে এমন তথ্যের ভিত্তিতে নীলডুমুর খেয়াঘাটে অবস্থিত মোল্লা ফার্মেসি নামক ওষুধের দোকানে তল্লাশি চালিয়ে তার ব্যবহৃত ড্রয়ার থেকে বাঘের দু’টি নখ জব্দ করা হয়।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এমকেএম ইকবাল হোছাইন চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে নীলডুমুর খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে বাঘের দু’টি নখসহ শরীফ নামে একজনকে আটক করা হয়েছে। তিনি আরো বলেন, এই সিন্ডিকেটে আরো অনেক চোরাকারবারী জড়িত বলে তথ্য দিয়েছে আটক শরীফ। তবে নখ দু’টি কোথা থেকে পেয়েছে ও বাঘের বাকি অংশ কোথায় এটা নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে তথ্য পেলে জানানো হবে।
সঠিক তদন্তের জন্য আপাতত কারো নাম প্রকাশ করছি না।