ঝিকরগাছা সংবাদদাতা
যশোরের ঝিকরগাছায় মসজিদের টাকার হিসাব চাওয়ায় স্কুল শিক্ষক হাসানুজ্জামান ওদুই সাংবাদিক ইসমাইল হোসেন এবং আব্দুর রহমান বাবুর বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন মসজিদ কমিটির সভাপতি আব্দুল আউয়াল। রোববার রাতে ঝিকরগাছা থানায় উভয় পক্ষকে ডাকা হলেও অভিযোগকারী সভাপতি হাজির হননি। ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ এমনটাই জানালেন। ঘটনাটি উপজেলার নাভারণ ইউনিয়নের রঘুনাথপুর ডাঙ্গী গ্রামের মসজিদের ঘটনা।
জানা যায়, উপজেলার নাভারন ইউনিয়নের রঘুনাথপুর ডাঙ্গী গ্রামের মসজিদের মুসল্লীরা সভাপতি আব্দুল আউয়ালের কাছে আয়-ব্যয় ও অনুদানের টাকার হিসাব চান। মুসল্লিদের সাথে দৈনিক মানবজমিনের সাংবাদিক ইসমাইল হোসেন, বার্তা কণ্ঠ পত্রিকার সংবাদিক আব্দুর রহমান বাবু এবং শিক্ষক হাসানুজ্জামানও আয় ব্যয়ের হিসাব দেয়ার কথা বলেন। এতে মসজিদের সভাপতি ক্ষিপ্ত হয়ে থানায় এই তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
রোববার রাতে থানায় উভয় পক্ষকে ডাকা হলেও মসজিদ কমিটির সভাপতি হাজির হননি।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া জানান, বিবাদীপক্ষ দৈনিক মানবজমিনের সাংবাদিক ইসমাইল হোসেন এবং দৈনিক বার্তা কন্ঠ পত্রিকার সাংবাদিক আব্দুর রহমান বাবু থানায় হাজির হলেও বাদীপক্ষ মসজিদ কমিটির সভাপতি আব্দুল আউয়াল হাজির হননি।
এলাকাবাসী জানিয়েছেন, মসজিদ কমিটির সভাপতি আব্দুল আউয়াল এবং তার পুত্ররা এলাকায় নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে থাকেন। এদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ।