শ্যামনগর সংবাদদাতা
পরিবেশের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য শ্যামনগর প্রেসক্লাবের সদস্য সাংবাদিক রনজিৎ বর্মনকে পরিবেশ অধিদপ্তর খুলনা কর্তৃক পরিবেশ বন্ধু সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
খুলনা বিভাগীয়, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর খুলনার আয়োজনে ৬ জুন খুলনা শিল্পকলা মিলনায়তনে বিশ্বপরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা, পটগান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচারে ব্যক্তিগত পর্যায়ে সাংবাদিক রনজিৎ বর্মনকে সম্মাননা স্মারক ও সনদ পত্র প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। খুলনা বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোজ্জামেল হক বিপিএম (বার) পিপিএম, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এসএম মিরাজুল ইসলাম, খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. সালমা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার খুলনা সুশান্ত সরকার প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর খুলনার বিভাগীয় পরিচালক ইকবাল হোসেন।
রনজিৎ বর্মন দেশ চিত্র পত্রিকার শ্যামনগর প্রতিনিধি হিসাবে কর্মরত রয়েছেন।
শিরোনাম:
- জনগণের শক্তি ভোটাধিকারে, দ্রুত নির্বাচন দিন -অধ্যাপক নার্গিস বেগম
- জুলাই গণহত্যার বিচারের দাবিতে যশোরে গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন
- যশোরে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের প্রতিবাদ সমাবেশ
- যশোরে নির্মাণাধীন ভবনের ব্যালকনি ভেঙে পড়ে দুই প্রকৌশলীসহ নিহত তিন
- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহ্বায়কের পদত্যাগ
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম জন্মদিন
- জাতীয় সংগীত পরিবেশন ও মোমবাতি প্রজ্জ্বালন
- জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে যশোর জেলা প্রশাসনের নানা কর্মসূচি