বাংলার ভোর প্রতিবেদক
মণিরামপুর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত থেকে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করে মণিরামপুরকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করেন। এ সময় একই সাথে কেশবপুর ও বাঘারপাড়ায় ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ঘরের চাবি ও দলিল হস্তান্তর করা হয়।
মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক আবরাউল হাসান মজুমদার।
উপজেলা সমাজসেবা অফিসার রোকনুজ্জামানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, মণিরামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, মণিরামপুরের সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম, সহকারী কমিশনার মাহির দায়ান আমিন, প্রেসক্লাবের সভাপতি ফারুক আহম্মেদ লিটন, ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, থানার ওসি এবিএম মেহেদী মাসুদ প্রমুখ।
যশোরের কেশবপুর আশ্রয়ণ-২ প্রকল্প ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করা হয়। উপজেলার আলতাপোল আশ্রয়ণ প্রকল্পের ৮০ টি গৃহহীন পরিবারের মাঝে জমি ও ঘরের দলিল হস্তান্তর করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা শিশু একাডেমি শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুন্ড অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার ৎতুহিন হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি তানভীর হোসেন। আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম রুহুল আমিন, সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টুসহ সাংবাদিক ও কেশবপুর উপজেলা বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
বাঘারপাড়া উপজেলার ভূমিহীন ৬০ পরিবারকে জমি ও ঘর হস্তান্তর করা হয়। উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি এ সময় উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইসতিয়াক আহম্মেদ , সমাজসেবা কর্মকর্তা আশরাফুল আলম, প্রাণি সম্পদ কর্মকর্তা শামছুল আরেফিন, সমবায় কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, আইসিটি কর্মকর্তা অজয় কুমার পাল প্রমুখ। অনুষ্ঠানে ভূমিহীন ও গৃহহীন প্রকল্পের ৬০টি পরিবারের হাতে জমি ও গৃহ হস্তান্তর করা হয়।
এ অনুষ্ঠানে ভূমিহীন ও গৃহহীন প্রকল্পের ৫ম পর্যায়ের দ্বিতীয় ধাপে ৮৮ পরিবারের হাতে জমি ও গৃহ হস্তান্তর করা হয়। এর আগে প্রকল্পের আওতায় ৪ ধাপে ৫১২ জমি ও গৃহ হস্তান্তর করে উপজেলা প্রশাসন শাসন।