বাংলার ভোর প্রতিবেদক
বুধবার দুপুরে নিজ বাড়িতে বৈদ্যুতিক কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ঠ হয়ে রবিউল ইসলাম(২৫) এক যুবক মারা গেছে ।নিহত রবিউল ইসলাম সদর উপজেলা নরেন্দ্রপুর ইউনিয়নের আদর্শ গ্রাম গোপালপুরের করিম মোড়লের ছেলে। বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে নিজ বাড়ীতে বৈদ্যুতিক কাজ করার সময় তারে শটে তিনি আঘাত পেয়ে আহত হন । সিলিং ফ্যান ঠিক করার সময় এই ঘটনা ঘটে। পরে আহতকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল নিয়ে গেলে বেলা বারোটার দিকে ডিউটি দায়িত্বে থাকা চিকিৎসক রবিউল ইসলামকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় যশোর কোতোয়ালি থানায় একটি সাধারণ অপমৃত্যু মামলা হয়েছে।