বাংলার ভোর প্রতিবেদক
যশোর সদরের ইছাপুর মধ্যপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে হামলা মারপিটের ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। ওই গ্রামের রেজাউল ইসলামের স্ত্রী সাথি বেগম (৩৫) ঘটনার ৪ দিন পর মামলা করেন। মামলায় একই পরিবারের ৩ জনকে আাসামি করা হয়। আসামিরা হলেন ইছাপুর মধ্যপাড়া গ্রামের মিজানুর রহমান (৩৮) রনি বাবু (৩০) ও রনি বাবুর স্ত্রী ইতি খাতুন (২৫)।
মামলায় সাথি বেগম অভিযোগ করেন, আমার স্বামী রেজাউল ইসলাম ১৮ মাস পর মালদ্বীপ থেকে বাড়ি আসেন। আমাদের বাড়ির জমি সংক্রান্ত বিষয় নিয়ে পরিবারের সদস্যদের মারপিট ও খুন জখম করার সুযোগ খুজতে থাকে আসামিরা। এরই ধারাবাহিকতায় ১ জুলাই সকালে আমার স্বামী রেজাউল ইসলাম বাড়ির সামনে রাস্তার উপর বের হলে আসামিরা তার উপর হামলা চালায়। এ সময় আসামিরা কুড়াল, কাঠের লাঠি, ধারালো দা দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে।
আসামি মিজানুর আমার স্বামীর লুঙ্গির কোমরে গুরে রাখা ২০ হাজার ৫শ’ টাকা ছিনিয়ে নেয়। স্বামীর চিৎকারে তার মেয়ে রিশা ঠেকাতে গেলে তাকেও মারপিট করা হয়। আসামি মিজানুর ও রনি বাবু বাদি সাথি বেগমের পরনের কাপড় টানা হেচড়া করে শ্লীলতাহানি ঘটায়। স্থানীয় লোকজন ঠেকাতে গেলে আসামিরা খুনজখমের হুমকি দিয়ে চলে যায়।