আশাশুনি সংবাদদাতা
সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা বাহাদুরপুর ভূবন মোহন কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ মোহিত কুমার দাশের বিরুদ্ধে স্কুল শিক্ষক জাকির হোসেনকে লাঞ্ছিত ও চাকুরিচ্যুত করার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ছাত্ররা। শনিবার সকালে বুধহাটা বাজারের স্কুলের সামনে সড়কে ছাত্ররা প্রায় ঘন্টাব্যাপি বিক্ষোভ কর্মসূচি পালন করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কর্মসূচিতে অংশ নেন স্কুলের শত শত শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীরা।
বিক্ষোভে অংশগ্রহণকারী ছাত্ররা শিক্ষক লাঞ্ছিতের প্রতিবাদে অধ্যক্ষ মোহিত কুমার দাসের বিচার ও শাস্তির দাবি কর
বিক্ষোভকারীরা বলেন, বুধবার (৩ জুলাই) কলেজ চলাকালীন সময়ে অর্থনীতি বিভাগের প্রভাষক জাকির হোসেন অফিস সহকারীর কক্ষে বসে পরীক্ষার ফলাফল তৈরির কাজ করছিলেন। এ সময় অধ্যক্ষ সেখানে উপস্থিত হয়ে ধমক দিয়ে তাকে রুম থেকে বের হয়ে যেতে বলেন। পরবর্তীতে প্রভাষক জাকির হোসেন অন্যান্য শিক্ষকদের ঘটনাটি অবহিত করলে শিক্ষকবৃন্দ অধ্যক্ষের কাছে ছুটে যান এবং ঘটনা নিয়ে আলাপ করতে চাইলে অধ্যক্ষ উত্তেজিত হয়ে শিক্ষকদের অকথ্য ভাষায় গালি গালাজসহ হুমকি দিতে থাকেন। এ সময়ে কয়েকজন শিক্ষককে চাকরিচ্যুত করার হুমকিও দেন। এর পরে অধ্যক্ষ ঘন্টাব্যাপি প্রভাষক জাকির হোসেনকে মানসিকভাবে অপদস্ত করা, চাকরিচ্যুত করাসহ মারমুখি আচরণ করেন।
এতে করে প্রভাষক জাকির অসুস্থ হয়ে পড়লে একপর্যায়ে তাকে সাতক্ষীরা ইসলামি হাসপাতালে ভর্তি করা হয়।
তারা আরো অভিযোগ করে বলেন, অধ্যক্ষ মোহিত কুমার দাশ স্কুলে যোগদানের পর থেকে প্রতিষ্ঠানটির শিক্ষা ব্যবস্থা একেবারেই ভেঙে পড়েছে। বিদ্যালয় থেকে শুরু করে কলেজ শাখার শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে গ্রুপিং ও রাজনীতিতে বিভক্ত করে রেখেছেন তিনি। শিক্ষা প্রতিষ্ঠানে একের পর এক এহেন ঘটনায় হতভম্ব হয়ে পড়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। তারা অবিলম্বে এই অধ্যক্ষের অপসারণ ও শাস্তির দাবি জানান।
বিষয়টি নিয়ে অধ্যক্ষ মোহিত কুমার দাশের সাথে কথা বললে তিনি বলেন, কিছু বহিরাগত ছেলেরা এসে স্কুলের সামনে তার বিরুদ্ধে বিক্ষোভ করছে সেখানে স্কুলের শিক্ষার্থীরা ছিল না। ঘটনার দিন প্রভাষক জাকির হোসেন আমার রুমে এসে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করাসহ চেয়ার উঠিয়ে মারধর করতে আসে বলে পাল্টা অভিযোগ করেন তিনি।