বাংলার ভোর প্রতিবেদক
যবিপ্রবিতে ভুয়া নিয়োগ পত্রসহ আটক রিয়াজ হোসেনের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিয়াজ মণিরামপুরের দোনার গ্রামের নিসার আলী বিশ্বাসের ছেলে। রোববার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবিরিয়া আসামির রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দিয়েছেন।
মামলার অভিযোগে জানা গেছে, গত ২৯ জুন রিয়াজ হোসেন যশোর যবিপ্রবির একটি একটি নিয়োগ পত্র নিয়ে অফিসে জমা দিয়ে তাকে যোগদান করাতে অনুরোধ করেন। এসময় রিয়াজ হোসেনের নিয়োগ পত্রটি যাচাই বছাই করে ভুয়া প্রমাণিত হওয়ায় তাৎক্ষণিক পুলিশ সংবাদ দিয়ে সোপর্দ করা হয়। এ ঘটনায় যবিপ্রবির প্রকৌশলি আহসান আবিব বাদী হয়ে প্রতারণার অভিযোগে আটক রিয়াজ হোসেনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জুম্মান খান গত পহেলা জুন আটক রিয়াজ হোসেনের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। রোববার আসামির রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন।