বাংলার ভোর প্রতিবেদক
যশোর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের (আইইবি) উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (৮ জুলাই) সকালে সড়ক ও জনপদ বিভাগের মধ্যে সংগঠনটির কার্যালয়ের সামনে বৃক্ষরোপণ করা হয়।
যশোর আইইবি কেন্দ্রের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বৃক্ষরোপণের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের ভাইস চেয়ারম্যান ও সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমেদ শরীফ সজীব, ভাইস চেয়ারম্যান ও অবসরপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী এসএম নুরুল ইসলাম, সম্মানী সম্পাদক ড. প্রকৌশলী এস এম মুজাহিদুল হক, কেন্দ্রীয় কাউন্সিল সদস্য সোহেল রানা, প্রকৌশলী আহাদুজ্জামান মৃধা, প্রকৌশলী গোলাম কিবরিয়া, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী কামরুজ্জামান, প্রকৌশলী ফারজানা রহমান রোজি প্রমুখ।
এ সময় নেতৃবৃন্দ বলেন, বৃক্ষ আমাদের ছায়া দেয়, ফল দেয়। প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধি করে। বৃক্ষ প্রকৃতির ভারসম্য রক্ষা করে। প্রকৃতিতে অতিরিক্ত তাপদাহ, বন্যা, জলচ্ছ্বাস প্রতিরোধ করে। প্রাকৃতিক পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই।