যবিপ্রবি সংবাদদাতা:
সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে দেশব্যাপি ‘বাংলা ব্লকেড’ এর সাথে সংহতি জানিয়ে যশোর-চৌগাছা সড়ক অবরোধ করেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় তারা কোটা পদ্ধতি বাতিলসহ চারদফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান।
বুধবার বেলা এগারোটা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে যশোর-চৌগাছা স্বাধীনতা সড়ক অবরোধ করে কোটা আন্দোলনকারীরা।
আন্দোলনকারী শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, কোটা আন্দোলনে সকল বিশ্ববিদ্যালয়ের সাথে একাত্মতা প্রকাশ করে আমরাও আন্দোলন করছি। আজ আমাদের আন্দোলন সারাদিন চলমান থাকবে। আর যতদিন আমাদের দাবি মেনে না নেয়া হচ্ছে আমরা এই আন্দোলন চালিয়ে যাবো।