বাংলার ভোর প্রতিবেদক
কোটা সংস্কারের দাবিতে গত কয়েকদিনের মধ্যে সবচেয়ে বড় গণজমায়েত সৃষ্টি করে বিক্ষোভ করছে যশোরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বেলা সাড়ে ১১টায় যশোরের জেলা প্রশাসকের অফিসের পাশে এসব শিক্ষার্থীরা জমায়েত হতে শুরু করেন। এক পর্যায়ে জেলা প্রশাসকের কার্যালয়ের চারপাশের রাস্তা শিক্ষার্থীতে পরিপূর্ণ হয়ে যায়। বেলা ১২টায় তারা মিছিল ও শ্লোগানসহ শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে চাঁচড়া মোড়ে গিয়ে যশোর-বেনাপোল-ঢাকা-খুলনা বাইপাস সড়কগুলো বন্ধ করে দেয়। রাস্তার ওপর অবস্থান নিয়ে সেখানে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।
এরপর দুপুর তিনটায় তারা মিছিল সহকারে যশোর শহরের রেলগেটস্থ রেলপথে যশোর-খুলনা লোকাল ট্রেন অবরুদ্ধ করে রাখে।
এদিকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে আজ বিকেল চারটার মধ্যে ছাত্রদের এবং আগামিকাল সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের জন্য বলা হয়েছে।