কেশবপুর সংবাদদাতা
যশোরের কেশেবপুরে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কেশেবপুর সরকারি ডিগ্রি কলেেজ অবস্থান নেন। সেখানে পুলিশি বাধা উপক্ষো করে শিক্ষার্থীরা বিভিন্ন ফেস্টুন ও ব্যানার হাতে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি পৌর শহররে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ত্রিমোহিনী মোড়ে এসে শিক্ষার্থীরা অবস্থান নেন।
এ সময় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে যশোর-চুকনগর সড়কে যানজটের সৃষ্টি হয়। তবে ওই সময় রোগী বহনকারী একটি অ্যাম্বুল্যান্স এলে শিক্ষার্থীরা অ্যাম্বুল্যান্সকে দ্রুত যেতে সহায়তা করেন। শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেেশ বলেন, ‘আমরা কোটার বিরুদ্ধে নই, সংস্কার চাই। যত দিন কোটা সংস্কার না হবে, তত দি এই আন্দোলন চলবে।
কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী কোটা আন্দোলনে অংশ নেন। আন্দোলনে ছাত্রদের পাশাপাশি ছাত্রীদের অংশগ্রহণও ছিল লক্ষ্যণীয়। শিক্ষার্থীদের এ আন্দোলন শান্তিপূর্ণভাবে দুপুর র্পযন্ত অনুষ্ঠিত হয়।
##
শিরোনাম:
- একই সঙ্গে দুই কলেজের অধ্যক্ষ জাহিদুলের নজিরবিহীন দুর্নীতি
- অভয়নগরকে হারিয়ে ফাইনালে কালীগঞ্জ
- অফিস সহকারী পদে হেলালের এমপিওভুক্তি নিয়ে লুকোচুরি
- শিক্ষার মান উন্নয়নে ভালো শিক্ষক দরকার
- উপশহর টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষা সফর অনুষ্ঠিত
- ‘বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে সবাইকে এক হয়ে কাজ করতে হবে’
- যশোরে নতুন আঙ্গিকে ব্রাদার্স ফার্নিচার শো রুম উদ্বোধন
- আলুর দাম লাগামহীন ভোক্তার নাভিশ্বাস