বাংলার ভোর প্রতিবেদক
দেশব্যাপী জামাত-বিএনপির অগ্নিসংযোগ, ভাংচুর ও নৈরাজ্যের প্রতিবাদ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবির প্রতি সমর্থন জানিয়ে আলদা-আলাদা মিছিল ও সমাবেশ করেছে আইনজীবীরা। রোববার দুপুরে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ যশোর শাখা জেলা জজ কোর্ট চত্বর থেকে শুরু করে বকুলতলা-দড়াটানা হয়ে আইনজীবী সমিতির ১ নম্বর ভবনের সামনে এসে শেষ হয়। অপর দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে মিছিল সমাবেশ করেছে সাধারণ আইজীবী ও মানবাধিকার কর্মীরা।
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সং্িক্ষপ্ত সমাবেশে বক্তবরা বলেন, ছাত্র আন্দোলেনের নামে সারাদেশে বিএনপি-জামাত নৈরাজ্য শুরু করেছে। এ নৈরাজ্য প্রতিরোধে আমাদের ঐকবদ্ধ হয়ে কাজ করতে হবে। এরমধ্যে যারা রাষ্ট্রীয় সম্পদে অগ্নিসংযোগ ও ভাংচুর করে ক্ষতি করেছে তাদের সনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার আহবান জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি।
পাবলিক প্রসিকিউটর এম. ইদ্রিস আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন গাজী আব্দুল কাদির, মোহাম্মদ আলী রায়হান, শরীফ নূর মোহাম্মদ আলী রেজা, রফিকুল ইসলাম পিটু, জিপি রফিকুল ইসলাম সুইট, সাজ্জাদ মোস্তফা রাজা, বদরুজ্জামান পলাশ, আলতাফ হোসেন, বাবুল আখতার, খোন্দকার মোয়াজ্জেম হোসেন মুকুল, আবু হাসান, আসাদুজ্জামান বাবুল, বশির আহম্মেদ খান, সৈয়দ কবির হোসেন জনি প্রমুখ।
অপরদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে মিছিল সমাবেশ করেছে যশোরের সাধারণ আইনজীবী ও মানবাধিকার কর্মীরা। দুপুরে জেলা জজ আদালত চত্বর থেকে শুরু হয়ে প্রেসক্লাব হয়ে সমিরি ১ নম্বর ভবনের সামনে এসে শেষ হয়।
এ সময় বক্তব্য রাখেন, মোহাম্মদ ইসহক, এমএ গফুর, জাফর সাদিক, জুলফিকার আলী জুলু, মোস্তফা মিন্টু, রুহিন বালুজ, মোক্তাদিরুল হক মিন্টু প্রমুখ।