বাংলার ভোর প্রতিবেদক
যশোরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে শহরের মণিহার চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এদিন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত করেন নেতৃবৃন্দ।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ফেস্টুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন। এ সময় তিনি সংক্ষিপ্ত বক্তৃতায় বলেন, বিগত ১৭ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা বিরোধী আন্দোলনে বিএনপির নেতৃত্বে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল গৌরব উজ্জ্বল ভূমিকা পালন করে। সেই আন্দোলন করতে গিয়ে সারাদেশের স্বেচ্ছাসেবক দলের অসংখ্যা নেতকর্মী নির্যতন নিপড়ীনের শিকার হয়ে কেউ মৃত্যুবরণ এবং কেউবা পঙ্গত্ব বরণ করেছেন।
অনিন্দ্য ইসলাম অমিত নিহতের গভীর শ্রদ্ধাভরে স্মরণ এবং তাদের রুহের মাগফিরাত কামনা করেন। এছাড়া আহত ও পঙ্গুত্ববরণকারী নেতাকর্মীদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। এছাড়া দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপি ও নিজের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের সকল স্তরের নেতাকর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম। জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সালের পরিচালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি নির্মল কুমার বিট, সাংগঠনিক সম্পাদক আলী হায়দার রানা, যুগ্ম-সম্পাদক রেজোয়ানুল ইসলাম খান রিয়েল প্রমুখ।
পরে প্রধান অতিথি অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে মনিহার চত্বর থেকে একটি বর্ণ্যাঢ্য র্যালি বের হয়। এর আগে সকাল থেকে মৌসুমী বৃষ্টিকে উপেক্ষা করে দলীয় নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন প্ল্যাকার্ড সহকারে মিছিল নিয়ে মণিহার চত্বরে সমবেত হতে থাকেন। র্যালিটি মণিহার চত্বর থেকে শুরু হয়ে আরএন রোড, বস্তপাট্টির মোড়, চৌরাস্তা মোড়, এম কে রোড, চিত্রা মোড়, গাড়িখানা রোড হয়ে দড়াটানা মোড়ে গিয়ে শেষ হয়। পরে দলীয় নেতাকর্মীরা শহরের কারবালা কবরস্থানে গিয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত করেন।
র্যালিতে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য গোলাম রেজা দুলু, এ কে শরফুদ্দৌলা ছোটলু, মারুফুল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, সিরাজুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠু, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হাবিবুল ইসলাম কচি, নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা তরফদার রয়েল, সদস্য সচিব সাইফুল বাশার সুজন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম, সদস্য সচিব রাজু আহমেদ প্রমুখ।