বাংলার ভোর প্রতিবেদক
যশোরে জামায়াতের উদ্যোগের সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে যশোর সদরের ইছালী ইউনিয়ন ও জেলা শহর এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। কাশিমপুর ইউনিয়নের সম্প্রীতি সমাবেশে ইউনিয়ন জামায়াতের সভাপতি ইউসুফ আলী সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতের যশোর জেলা সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস। বিশেষ অতিখি জেলার সহকারী সেক্রেটারি আধ্যাপক শামসুজ্জামান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শাহাবুদ্দিন বিশ্বাস, আব্দুল হক।
অপরদিকে যশোর শহরের বারান্দীপাড়ার অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশে সভাপতিত্ব করনে ওয়ার্ড সভাপতি সাদিকুর রহমান। প্রধান অতিথি ছিলেন জেলা নায়েবে আমির বেলাল হুসাইন, অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা রেজাউল করিম জেলা সহকারী সেক্রেটারি, থানা আমির নুর আলা আল মামুন, আলী আহমেদ মুকুল আমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তরা বলেন, ঐক্যবদ্ধভাবে গত ৫ আগস্ট ছাত্র জনতার বিজয়ের মাধ্যমে স্বৈরাচারী শাসকের পতন হয়েছে। স্বৈরাচার সরকার দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে বলে ভিবিন্ন ষড়যন্ত্রে মেতে উঠেছে। তাই দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। জামায়াতে ইসলামীকে হিন্দুবিদ্বেষী দল হিসেবে অপপ্রচার চালানো হয়, অথচ দেশে হিন্দুসহ ভিন্ন ধর্মাবলম্বীদের সুরক্ষার জন্য জামায়াত প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছে।
একই সঙ্গে হিন্দুদের ব্যাপারেও দেশে একটি ধারণা প্রচলিত আছে, সেটি হলো, হিন্দু মানেই মনে করা হয় আওয়ামী লীগ। জামায়াতকে যেমন হিন্দুবিরোধী অপপ্রচার দেওয়া হয়েছে, তেমনি হিন্দুদেরও আওয়ামী লীগের একটা ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছে। এজন্য হিন্দুদেরও যেমন জামায়াতের বিরুদ্ধে অপপ্রচার বন্ধে কাজ করতে হবে, তেমনি জামায়াতকেও হিন্দু মানেই আওয়ামী লীগ এই তকমা দূরীকরণে কাজ করতে হবে।