বেনাপোল প্রতিনিধি
দেশের শীর্ষস্থানীয় মিডিয়া হাউস ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন যশোরের বেনাপোল-শার্শা উপজেলার বিভিন্ন প্রেস ক্লাবের গণমাধ্যমকর্মীরা।
বুধবার বেলা ১১টায় বেনাপোল কাস্টমস হাউজের সামনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণ মানববন্ধন কর্মসূচি পালন করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সব শহীদদের স্মরণ করে মানববন্ধন থেকে অবিলম্বে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
এ সময় বক্তারা বলেন, গণমাধ্যমের ওপর হামলা মেনে নেওয়া যায় না।
জড়িতদের গ্রেপ্তার করে সব গণমাধ্যমের নিরাপত্তা জোরদার করতে হবে। ইস্ট ওয়েস্ট মিডিয়া হাউসে হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তব্য প্রদান করেন বেনাপোল প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪ টিভির প্রতিনিধি বকুল মাহবুব, বেনাপোল প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি ও কালের কণ্ঠ পত্রিকার বেনাপোল প্রতিনিধি জামাল হোসেন, সীমান্ত প্রেস ক্লাবের সভাপতি শাহিদুল ইসলাম শাহিন, সাধারণ সম্পাদক আয়ুব হোসেন পক্ষি, নাভারন প্রেস ক্লাবের সভাপতি এটিএন বাংলার প্রতিনিধি আহমেদ আলী শাহীন, বাংলা ট্রিবিউনের সেলিম রেজা, দৈনিক সংগ্রামের মশিয়ার রহমান, শার্শা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নাগরিক টিভির ওসমান গনি, দৈনিক সংবাদের দেবুল কুমার দাস, ইনডিপেনডেন্ট টিভির আব্দুর রহিম, এসএ টিভির নাসির উদ্দিন, দৈনিক বাংলার বেনাপোল প্রতিনিধি রাশেদুজ্জামান রাসু, বেনাপোল পৌর প্রেস ক্লাবের সম্পাদক সুমন হাসান, গ্লোবাল টিভির রাসেল ইসলাম প্রমুখ।
শিরোনাম:
- যশোর জেনারেল হাসপাতালে দুদকের অভিযান
- যশোরে বেড়েছে খুন-ধর্ষণ, আইনশৃংখলা উদ্বেগজনক
- যশোরে দ্বন্দ্ব সংবেদনশীলতা ও রূপান্তর বিষয়ক কর্মশালা শুরু
- জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ নড়াইলকে দুই গোল যশোরের
- এবার যশোরে ৭০৫টি শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি
- সুন্দরবনের সাগরে নিখোঁজ মাহিদের মরদেহ উদ্ধার
- শ্যামনগর ইউএনও’র বদলি আদেশ প্রত্যাহার দাবিতে মানববন্ধন
- মানসিক সুস্থতা এবং আসক্তি প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম