শার্শা সংবাদদাতা
যশোর জেলার শার্শা উপজেলার বুজতলা গ্রামে অবস্থিত বাহাদুরপুর সোনামূখী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে মঙ্গলবার দিনব্যাপি শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। এ সময় শিক্ষার্থীরা প্রায় দুই ঘণ্টা ক্লাস বন্ধ রেখে মাইকে নানা স্লোগান এবং বক্তব্য দিয়ে বিক্ষোভ সমাবেশ করে। ছাত্রছাত্রীরা বিক্ষোভ করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামের দ্রুত পদত্যাগ করে স্কুল থেকে বিদায় নিতে আলটিমেটাম দিয়েছে।
শিক্ষার্থীরা জানায়, স্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম নানা অনিয়ম ও দুর্নীতির একাধিক অভিযোগ তুলে প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী সকালে আন্দোলন শুরু করে। এই আন্দোলন প্রায় দুই ঘন্টা সময় ধরে চললেও স্কুল ম্যানেজিং কমিটি কিংবা স্কুলের অন্য কোন শিক্ষক বিক্ষোভ বন্ধ করতে এগিয়ে আসেননি। এ সময় প্রধান শিক্ষক নজরুল ইসলাম স্কুলে উপস্থিত ছিলেন না। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক জানান ছাত্রছাত্রীদের পাশাপাশি শিক্ষক এবং অভিভাবকরা অনেকেই প্রধান শিক্ষকের কার্যকলাপে অখুশি।
##
শিরোনাম:
- যশোর জেনারেল হাসপাতালে দুদকের অভিযান
- যশোরে বেড়েছে খুন-ধর্ষণ, আইনশৃংখলা উদ্বেগজনক
- যশোরে দ্বন্দ্ব সংবেদনশীলতা ও রূপান্তর বিষয়ক কর্মশালা শুরু
- জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ নড়াইলকে দুই গোল যশোরের
- এবার যশোরে ৭০৫টি শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি
- সুন্দরবনের সাগরে নিখোঁজ মাহিদের মরদেহ উদ্ধার
- শ্যামনগর ইউএনও’র বদলি আদেশ প্রত্যাহার দাবিতে মানববন্ধন
- মানসিক সুস্থতা এবং আসক্তি প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম