সাতক্ষীরা সংবাদদাতা
সাতক্ষীরায় বিজিবির অভিযানে আমেরিকান পিস্তল, তিন রাউন্ড গুলি ও প্রায় দুই কেজি রৌপ্যসহ তরিকুল ইসলাম নামের এক চোরাচালানীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে তাকে কলারোয়া উপজেলার কাকডাঙা সীমান্ত এলাকা থেকে আটক করা হয়।
শুক্রবার সকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক। আটক হওয়া তরিকুল ইসলাম কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ ভাদিয়ালী গ্রামের বাসিন্দা।
সাতক্ষীরার বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, ভারত থেকে অস্ত্র ও রৌপ্যের একটি চালান বাংলাদেশে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কাকডাঙা সীমান্তে বিজিবির একটি টিম অভিযান চালায়।
এ সময় সেখানে তরিকুল ইসলাম নামের এক চোরাচালানী ভারত থেকে আমেরিকান পিস্তল (কপি), তিন রাউন্ড গুলি, ম্যাগাজিন ও ১ কেজি ৯৯৫ গ্রাম রৌপ্যসহ আটক হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য কলারোয়া থানায় পাঠানো হয়েছে। এছাড়া জব্দকৃত অস্ত্র ও রৌপ্য সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেয়া হয়েছে বলে জানান ওই বিজিবি কর্মকর্তা।