চৌগাছা সংবাদদাতা
বৈষম্যবিরোধী ছাত্রসমাজের হস্তক্ষেপে যশোরের চৌগাছায় দুদিন আগে মুদি ব্যবসায়ীর চুরি যাওয়া গরু উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকেলে স্থানীয়দের নিয়ে ভুক্তভোগীকে গরু হস্তান্তর করে চৌগাছা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আজিমুর রহমান সোহান ও আশিকুল ইসলাম মিথুন।
জানা যায়, গত বুধবার দুপুরে বাড়ির পাশের বাশ ঝাড় থেকে খড়িঞ্চা গ্রামের পরিমল কুমার সাহার একটি গাভী চুরি হয়। সংবাদ শুনে ওই দিনই ঘটনাস্থলে যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ। এ সময় ভুক্তভোগীদের মুখ থেকে সন্দেহভাজন হিসেবে প্রতিবেশী কায়েমের (৪০) নাম আসে। স্থানীয় অনেকেই কায়েমকে গরুটি নিয়ে যেতে দেখেছেন বলেও জানান।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল মান্নান বলেন, ঘটনার পরদিন মুঠোফোনে আমার কাছে অভিযুক্তের বড় ছেলে ফোন দিয়ে তার বাবার চুরির বিষয়টি স্বীকার করে। এবং গরুটি ফেরত দেয়ার কথা জানালে তিনি বিষয়টি ছাত্রদের জানা। পরে থানা পুলিশের সহযোগিতায় গ্রামবাসীদের সাথে নিয়ে গরুটি উদ্ধারের পর ভুক্তভোগীদের কাছে হস্তান্তর করা হয়।
এ সময় ইউপি চেয়ারম্যান নুরুল কদর, ইউপি সদস্য আব্দুল মান্নান, চৌগাছা থানার উপ-পরিদর্শক এস আই মাহফুজুর রহমান, সহকারী উপ-পরিদর্শক এ এস আই শফিক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চৌগাছার রাশেদুল ইসলাম রিতম, আজিমুর রহমান সোহান, আশিকুল ইসলাম মিথুন, ঐশিক দেওয়ান, মাশফি অমিয় প্রমুখ উপস্থিত ছিলেন।