কোটচাঁদপুর সংবাদদাতা
চাঁদাবাজি, লুটতরাজ, অরাজগতা ও হুমকি-ধামকিসহ সকল অসামাজিক কাজ রুখতে কোটচাঁদপুর শহরের মোড়ে মোড়ে অভিযোগ বাক্স স্থাপন করেছেন স্থানীয় বিএনপি-জামায়াতের নেতৃবৃন্দ। ইতোমধ্যে সাধারণ মানুষ এর সফলতাও পেয়েছেন বলে জানিয়েছেন পৌর বিএনপির সভাপতি এসকেএম সালাহউদ্দিন বুলবুল (সিডল)। আর এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সুধীসমাজ।
জানা যায়, গত ৫ আগস্ট সরকার বদলের পর সারাদেশের ন্যায় কোটচাঁদপুরেও দুর্বৃত্তরা দলীয় নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি, লুটতরাজসহ বিভিন্ন হুমকি-ধামকি দিয়ে আসছে। এতে করে সাধারণ মানুষের মধ্যে আতংক বিরাজ করছিল। অনেকে তাদের ভয়ে এলাকা থেকে পালিয়েও যান।
এসব ঘটনা জানার পর সকল অপকর্ম রুখতে কোটচাঁদপুর পৌর শহরের বিভিন্ন মোড়ে মোড়ে অভিযোগ বাক্স স্থাপন করেছেন বিএনপি-জামায়াতের নেতৃবৃন্দ।
এ ব্যাপারে কোটচাঁদপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র এসকেএম সালাহউদ্দীন বুলবুল সিডল বলেন, দুর্বৃত্তের আতংক থেকে সাধারণ মানুষকে রক্ষার প্রয়াসে দলীয় নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে পৌর শহরের মোড়ে মোড়ে এ অভিযোগ বাক্স স্থাপন করা হয়েছে। ইতোমধ্যে আমরা বেশ কয়েকটি সমস্যার সমাধানও করেছি। এতে করে সাধারণ মানুষের মাঝে সস্তি ফিরে আসছে।
বিষয়টি নিয়ে উপজেলা জামায়াতের সেক্রেটারি শরিফুল ইসলাম বলেন, বেশ কিছু দিন ধরে কোটচাঁদপুরের পরিবেশ অস্থিতিশীল রয়েছে। এতে করে মানুষ আতংকে রয়েছে। এ কারণে সম্মলিত ভাবে এ অভিযোগ বাক্স স্থাপন করা হয়েছে।
তিনি বলেন, সমাজের অনেক মানুষ আছেন, যারা নির্যাতনের শিকার হলেও মুখ খুলতে সাহস পাচ্ছেন না। আবার অনেকে লজ্জায় সামনে আসতে পারেন না। তাদের জন্য এ ব্যবস্থা নেয়া হয়েছে।
এদিকে বিএনপি-জামায়াতের নেতৃবৃন্দের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সুধীসমাজ।
শিরোনাম:
- আন্দোলন এখনো শেষ হয়নি : অধ্যাপক নার্গিস বেগম
- নতুন স্বাধীন দেশে চাঁদাবাজ দখলবাজের জায়গা হবে না : অধ্যাপক গোলাম রসূল
- যশোরে প্রয়াত দুই যুবদল নেতার মাগফেরাত কামনায় দোয়া
- যশোরে রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন
- চৌগাছা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতার পদত্যাগ
- যশোরে দ্বিতীয় বিয়ের জেরে ছুরিকাঘাতে যুবক নিহত
- যশোর সিটি কলেজে কুরআন অলিম্পিয়াডের পুরস্কার বিতরণী সম্পন্ন
- নৃশংস হত্যাকাণ্ডের বিচার দাবিতে যশোর উত্তাল