যবিপ্রবি সংবাদদাতা
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে খুলনার পাইকগাছার ২০০ বন্যার্ত পরিবারের মাঝে উপহার সামগ্রি ও খাদ্য সহযোগিতা পৌঁছে দিতে রওনা হয়েছে টিম ‘উন্নত মম শির’ এর প্রতিনিধি দল। এর আগে দুই ধাপে নোয়াখালী, ফেনী ও কুমিল্লায় ৯০০ পরিবারের জন্য খাদ্য সহযোগিতা নিয়ে যায় টিম ‘উন্নত মম শির’।
বুধবার ভোরে এক ট্রাক উপহার সামগ্রি (ত্রাণ) নিয়ে যাত্রা করে বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষক ও ‘উন্নত মম শির’ এর ৯ সদস্য বিশিষ্ট একটি দল। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. সিরাজুল ইসলাম।
জানা যায়, বৃহস্পতিবার থেকে মঙ্গলবার পর্যন্ত নগদ ৯ লাখ ৪ হাজার ৫২ টাকা সংগ্রহ করেছে টিম উন্নত মম শির। পরিস্থিতি বিবেচনায় অফলাইন অর্থ সংগ্রহ বন্ধ রেখেছে, তবে অনলাইন সংগ্রহ চলছে। এছাড়া শুধু ক্যাম্পাসের মধ্যে অর্থ সংগ্রহ কার্যক্রম চলমান রয়েছে। প্রথমবারের ২০০ প্যাকেট শুকনা খাবারের মধ্যে ছিল চাল, চিড়া, ডাল, পেঁয়াজ, রসুন, সয়াবিন তেল, খাবার স্যালাইন, লবণ, আলু ও বিস্কুট। এছাড়াও ঘরহারা পরিবারের জন্য পাইকগাছায় ৪০টি ত্রিপলও সরবরাহ করেছে উন্নত মম শির টিম।
উল্লেখ্য, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আলাদা আলাদা টিম হয়ে কাজ করছে। একটি টিম বিশ্ববিদ্যালয়ের টিএসসি, যশোর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় থেকে গণত্রাণ, বিভিন্ন ডিপার্টমেন্ট ও পথচারীদের থেকে আর্থিক সহযোগিতা সংগ্রহ করছে এবং দুটি টিম ফেনী, নোয়াখালী ও কুমিল্লার পানিবন্দি মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিচ্ছে।
শিরোনাম:
- যশোরে তিন উড়ন্ত ছিনতাইকারী আটক : মোবাইল উদ্ধার
- যশোরে ২৫ সরকারি বেসরকারি কলেজ ও মাদ্রাসায় ছাত্রদলের কমিটি ঘোষণা
- যশোরে ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার
- ইছামতিতে বড়শিতে উঠলো ১৬ কেজির পাঙ্গাস
- জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট : শার্শায় অংশগ্রহণ বিষয়ক প্রস্তুতিমূলক সভা
- সরকারি টেণ্ডারে পুকুর ভরাট!
- ভালবাসার খামে চারুপীটকে টিফিনের টাকা দিল শিশুরা
- ডুমুরিয়ায় ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়েই চলছে পণ্যবোঝাই ভারি যান
