কেশবপুর পৌর সংবাদদাতা
যশোরের কেশবপুরে বুধবার দুপুরে বিভিন্ন জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব খাতের অর্থায়নে অভ্যন্তরীণ জলাভূমি এবং প্রাতিষ্ঠানিক জলাশয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ওই পোনা মাছ অবমুক্ত করা হয়। এদিন উপজেলা পরিষদ পুকুর, কেশবপুর থানার পুকুর, হাসপাতালের পুকুর, সাগরদাঁড়ির মধুপল্লীর পুকুর, বিভিন্ন আশ্রয়ণ প্রকল্পের পুকুরসহ ১৫টি প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠানের পুকুরে ৪২৯ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন হোসেনের সভাপতিত্বে মাছের পোনা অবমুক্তকালে উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা দপ্তরের সহকারী পরিচালক আবুল হাসান, ফিশারিজ কোয়ারেন্টাইন অফিসার মাহবুবুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সজীব সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা আক্তার, সমাজসেবা কর্মকর্তা আলমগীর হোসেন, নির্বাচন কর্মকর্তা রবিউল ইসলাম প্রমুখ।