কেশবপুর পৌর সংবাদদাতা
যশোরের কেশবপুর সরকারি ডিগ্রি কলেজে অনির্দিষ্টকালের জন্য ছাত্র রাজনীতি বন্ধ ও বহিরাগতদের কলেজে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া কলেজ চলাকালীন সময়ে ইউনিফর্ম ও আইডি কার্ড পরে শিক্ষার্থীদের কলেজে আসতে বলা হয়েছে। বৃহ¯পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর আছাদুজ্জামান।
জানা গেছে, বুধবার কলেজ প্রাঙ্গণে উচ্চ মাধ্যমিক প্রথম ও দ্বিতীয় বর্ষের ছাত্রদের ভেতর বাগবিতন্ডা এবং হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় বহিরাগতরাও কলেজে হাজির হয়। ওই ঘটনায় কলেজ কর্তৃপক্ষ থেকে ছাত্র রাজনীতি বন্ধ ও কলেজ চলাকালীন বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করতে এ সিদ্ধান্ত নেয়া হয়।
এ ছাড়া কলেজে শান্তি শৃঙ্খলা ফেরাতে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মোহাম্মদ আব্দুল বারীকে আহ্বায়ক, ভূগোল ও পরিবেশ বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক এনায়েত হোসেন এবং ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক আব্দুল হান্নানকে সদস্য করা হয়েছে। আগামী রোববারের ভেতর এ কমিটির তদন্ত প্রতিবেদন জমা দেয়ার কথা রয়েছে। তদন্ত কমিটির আহ্বায়ক সহকারী অধ্যাপক মোহাম্মদ আব্দুল বারী বলেন, উচ্চ মাধ্যমিক প্রথম ও দ্বিতীয় বর্ষের ছাত্রদের নিয়ে বসে তাদের ভেতর সৃষ্ট সমস্যা নিরসন করা হয়েছে।
এ ব্যাপারে কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর আছাদুজ্জামান বলেন, কলেজে শান্তি শৃঙ্খলা ফেরাতে ও শিক্ষার্থীদের গন্ডগোলের বিষয়ে তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পরেই ব্যবস্থা নেয়া হবে। তবে অনির্দিষ্টকালের জন্য কলেজে ছাত্র রাজনীতি বন্ধ ও কলেজ চলাকালীন বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ সম্বলিত ব্যানার সোমবার ক্যা¤পাসে টাঙিয়ে দেয়া হবে।