পাটকেলঘাটা সংবাদদাতা
আওয়ামী লীগ নেতার কাছ থেকে চাঁদা আদায়ের ১০ লাখ টাকার ভাগাভাগি নিয়ে সাতক্ষীরার পাটকেলঘাটায় বিএনপির দুই গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় গ্রুপের ৬ জন নেতাকর্মী আহত হয়েছের।
শনিবার রাত ১০ টার দিকে পাটকেলঘাটা বাজারে পৃথক স্থানে এ হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। আহতরা হলেন, তালা উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি আব্দুল মজিদ, যুগ্ম সাধারন সম্পাদক বিল্লাল হোসেন, সরুলিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি হায়দার আলী, বিএনপি নেতা লাকী, হাসানুর রহমান হাসান এবং অজ্ঞাত একজন। আহতরা সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। পরে রাতে বিএনপির এক গ্রুপ আনন্দটিভির সাংবাদিক হাসানুর রহমানের ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও লুটপাট করে ৩০-৩৫ লাখ টাকার ক্ষতি করে। এছাড়া সরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদুল হক রাজুর তৈলকুপি গ্রামের বাড়িতে হামলা ও ভাংচুর করা হয়।
হাসানুর রহমান জানান, শনিবার রাতে স্থানীয় পাটকেলঘাটা বাঁধন শপিং কমপ্লেক্সের সামনে দলের কয়েকজনের সাথে তিনি কথা বলছিলেন। এ সময় হঠাৎ সরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রাশিদুল হক রাজু ও তালা উপজেলা যুবদলের সদস্য সচিব মন্টু, মজিদ, বিল্লালসহ ২০/৩০ জন তার উপর হামলা করে। এরপর পল্লী বিদ্যুৎ রোডে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাট করে। এ সময় তারা বিএনপি নেতা লাক কে বেধড়ক মারপিট করে। শোরুমে থাকা এলইডি টিভি, ফ্রিজ, এসি, রাইসকুকার ও নগত ৫ লাখ টাকা সহ আনুমানিক ৩০-৩৫ লক্ষ টাকার ইলেকট্রনিকস সামগ্রি লুট ও ভাংচুর করে।
সাংবাদিক হাসানুর রহমান জানান, সাংবাদিক হাসানুর রহমান জানান, ৫ আগস্টের পট পরিবর্তনের পর সরুলিয়া ইউপি চেয়ারম্যান ও পাটকেলঘাটা হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হাইকে দাপ্তরিক কাজে বাঁধা প্রদানসহ হুমকি ধামকি দিচ্ছিল বিএনপির একটি পক্ষ। সে কারণে তিনি যেন নির্বিঘ্নে কাজ করতে পারে তার জন্য সরুলিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি রাশিদুল হক রাজু, যুবদল নেতা মন্টু, মকবুল টেইলার্সের মালিক মকবুল হোসেনের সাথে ১০ লাখ টাকায় রফা করেন। এবং সে মোতাবেক নগদ আট লাখ টাকা এবং দুই লাখ টাকার চেক দেন বিএনপি নেতা রাজুকে। ওই চুক্তি মোতাবেক মাস্টার আব্দুল হাইকে নিজ মোটরসাকইকেলে করে ২৮ আগস্ট স্কুলে নিয়ে যান মকুল হোসেন। কিন্তু বিএনপি অন্য গ্রুপ সে খবর পেয়ে তার প্রতিবাদ করলে স্কুল থেকে চলে যান মাস্টার আব্দুল হাই। পরে এ নিয়ে দু’ পক্ষে উত্তেজনা সৃষ্টি হলে বিএনপি নেতা রাজু লোকজন নিয়ে সাংবাদিক হাসানের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট চালায়।
যোগাযোগ করতে না পারায় এ বিষয়ে কোন বক্তব্য পাওয়া যায়নি সরুলিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল হাইয়ের।
অপরদিকে হাসান ও লাকীর উপর হামলার খবর পেয়ে তাদের গ্রুপের লোকজন রাতে রাজু গ্রুপের উপর হামলা করলে দু’ গ্রুপের সংঘর্ষের সৃষ্টি হয়। এতে শ্রমিকদলের বিল্লাল ড্রাইভার, আব্দুল মজিদ, ইসমাইল, মকবুল টেইলার্স, ইয়ারুল, কবির ড্রাইভার, নুর ইসলাম, যুবদল নেতা হায়দার, সেলিম ড্রাইভার আহত হন। হাসপাতালে ভর্তি শ্রমিকদলের তালা উপজেলার সহসভাপতি আব্দুল মজিদের অবস্থা আশংখজনক বলে তার স্বজনরা জানিয়েছে।
সরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রাশিদুল হক রাজু জানান, তার বিরুদ্ধে আওয়ামী লীগ নেতার কাছ থেকে চাঁদা আদায়ের যে অভিযোগ উঠেছে তা সঠিক নয়।
এই বিষয়ে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান জানান, বিষয়টি তিনি শুনেছেন তবে এখনও পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিরোনাম:
- বিবর্তন যশোরের ৩৫ বছর পূর্তি দুই দিনের নাট্যমেলা সমাপ্ত
- যশোরে জাতীয় নারী জোট নেত্রীর শোকসভা
- দুই দিনব্যাপি পঞ্চকবির গানের আসর সমাপ্ত
- বিএনপি নেতা ছোটলু বহিস্কার
- ক্ষমা চেয়েও প্রাণে রক্ষা পেলেন না যুবদলকর্মী
- সাতক্ষীরা সীমান্তে এক কেজি স্বর্ণসহ আটক ১
- কালীগঞ্জে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতিকে কুপিয়ে জখম
- ‘কৃষি’র জন্য সেচ না বলায় ইউনিট প্রতি দর বেশি প্রায় সাড়ে ৪ টাকা!