বাংলার ভোর প্রতিবেদক
খুলনা বিভাগে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষায় পরীক্ষাগার উদ্বোধন করা হয়েছে। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ স্থাপিত শীতাতপ নিয়ন্ত্রিত গাড়িতে ৩২টি আধুনিক যন্ত্রপাতির সংযোজন রয়েছে। রোববার দুপুরে যশোর কালেক্টরেট চত্বরে এ ভ্রাম্যমাণ পরীক্ষাগারের উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার।
যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার বলেন, এই পরীক্ষাগার ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযানের মান আরও উন্নত করবে।
ফিতা কেটে পরীক্ষাগারের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস. এম. শাহীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন সরকার, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আব্দুর রহমান, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মহিবুল ইসলাম প্রমুখ।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় পরীক্ষাগারটি চালু করা হয়েছে। উদ্বোধনী দিনে যশোরের ৪টি প্রতিষ্ঠানে খাদ্য পরীক্ষা করে পাউরুটিতে ক্ষতিকর পটাশিয়াম ব্রোমেটের উপস্থিতি পাওয়া যাওয়ায় ওই প্রতিষ্ঠানগুলোকে প্রাথমিকভাবে নোটিশ দেয়া হয়।
জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আব্দুর রহমান জানিয়েছেন পরীক্ষাগারটি পর্যায়ক্রমে খুলনা বিভাগের সকল জেলায় পর্যায়ক্রমে কার্যক্রম পরিচালনা করবে।
শিরোনাম:
- সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব রাখবে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা
- যশোর মটর পার্টস ব্যবসায়ী সমিতির নির্বাচন সংস্কার ও উন্নয়ন পরিষদের পক্ষে ২৭টি মনোনয়নপত্র ক্রয়
- ‘জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসায় অবহেলা বরদাস্ত করা হবে না’
- পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্প কোচ সংকটে শিগগিরই চালু হচ্ছে না ট্রেন চলাচল
- শব্দ থিয়েটারের প্রতিষ্ঠাবার্ষিকী; যশোরে তিনদিনের নাট্য উৎসব হবে
- অভয়নগরে রবিউল হত্যা ওয়াহিদুলের রিমান্ড মঞ্জুর
- যশোর চেম্বার অব কমার্স সভাপতি মিজান খান ও সম্পাদক সোহান নির্বাচিত
- কেশবপুরে মাদ্রাসার শিক্ষার্থীদের কুরআন ধরানো অনুষ্ঠান ও পরিচিত সভা