বাংলার ভোর প্রতিবেদক
খুলনা বিভাগে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষায় পরীক্ষাগার উদ্বোধন করা হয়েছে। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ স্থাপিত শীতাতপ নিয়ন্ত্রিত গাড়িতে ৩২টি আধুনিক যন্ত্রপাতির সংযোজন রয়েছে। রোববার দুপুরে যশোর কালেক্টরেট চত্বরে এ ভ্রাম্যমাণ পরীক্ষাগারের উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার।
যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার বলেন, এই পরীক্ষাগার ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযানের মান আরও উন্নত করবে।
ফিতা কেটে পরীক্ষাগারের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস. এম. শাহীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন সরকার, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আব্দুর রহমান, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মহিবুল ইসলাম প্রমুখ।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় পরীক্ষাগারটি চালু করা হয়েছে। উদ্বোধনী দিনে যশোরের ৪টি প্রতিষ্ঠানে খাদ্য পরীক্ষা করে পাউরুটিতে ক্ষতিকর পটাশিয়াম ব্রোমেটের উপস্থিতি পাওয়া যাওয়ায় ওই প্রতিষ্ঠানগুলোকে প্রাথমিকভাবে নোটিশ দেয়া হয়।
জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আব্দুর রহমান জানিয়েছেন পরীক্ষাগারটি পর্যায়ক্রমে খুলনা বিভাগের সকল জেলায় পর্যায়ক্রমে কার্যক্রম পরিচালনা করবে।
শিরোনাম:
- নেতাকর্মীদের পদচারনায় মুখরিত যশোর বিএনপির কার্যালয়
- ঝিকরগাছায় স্বেচ্ছাসেবক দলের কর্মীসভায় নেতাদের ঐক্যের ডাক
- তালার ধানদিয়া ইউনিয়ন সম্মেলন হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে হবে : হাবিব
- শার্শায় বিদ্যুৎস্পষ্টে শিক্ষার্থীর মৃত্যু
- শার্শা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় আটক ৪
- সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত রাঙ্গা বাহিনীর ২ সহযোগী আটক : উদ্ধার জিম্মি ৯ জেলে
- ডাকসুর মতোই সুষ্ঠু হবে জাতীয় নির্বাচন : শফিকুল আলম
- পূজোয় বড় চমক নিয়ে আসছেন মনামী