বাংলার ভোর প্রতিবেদক
৯৩ ফাউন্ডেশন ও যশোর কমিউনিটি ইউকে’র যৌথ অর্থায়নে ৯৩ ফাউন্ডেশনের প্রত্যক্ষ তত্ত্বাবধায়নে বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ সামগ্রি বিতরণ করা হয়েছে।
ভারতের ত্রিপুরা রাজ্য থেকে আসা উজানের পানিতে কুমিল্লার চৌদ্দগ্রাম ও লাঙ্গলকোট এলাকায় বন্যা কবলিত মানুষের মাঝে সংগঠনটির নেতা কর্মীরা নগদ অর্থ, শুকনো খাবার, ওষুধ, কাপড় বিতরণ করেন।
যৌথ সংগঠনের বিজু, তিতাস, বাবু, অনু, আমিনুর, রফিক ও আবুল কাশেম জানান, বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোটা তাদের কাছে বড় চ্যালেন্স ছিলো। প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করে তারা ওই এলাকার মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। অসহায় হয়ে পড়া মানুষদের পাশে থাকাটা তারা তাদেও দায়িত্ব বলে মনে করেছেন। নিজেদের দাযিত্ব যথাযথ ভাবে পালন করতে পেরে তারা খুশি।